ভারতের ম্যাচের টিকিট নিয়ে উধাও ডেলিভারি ম্যান, তাজ্জব স্বস্তিকা
ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। তবে এই ম্যাচের টিকিট নিয়ে ঘটল এক অদ্ভুত ঘটনা। টিকিট ডেলিভারির দায়িত্বে থাকা এক ডেলিভারি ম্যানের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
অনলাইন ডেলিভারি অ্যাপ স্যুইগির মাধ্যমে টিকিট আনানোর দায়িত্ব দিয়েছিলেন স্বস্তিকার সহকারী সৃষ্টি। তিনি ম্যাচ দেখানোর জন্য তার বাবার জন্য টিকিট কিনেছিলেন, যিনি বিশেষভাবে কানপুর থেকে কলকাতা এসেছিলেন। টিকিট দুটি নিউটাউনে পৌঁছে দেওয়ার কথা ছিল।
অভিযোগ, ডেলিভারি ম্যান টিকিট সংগ্রহ করার পর থেকেই ফোন বন্ধ করে দেন এবং নির্ধারিত স্থানে টিকিট পৌঁছে না দিয়ে চম্পট দেন। অ্যাপের মাধ্যমে তাকে ট্র্যাক করার চেষ্টা করা হলেও, কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি, যিনি টিকিট দিয়েছেন এবং যিনি গ্রহণ করার অপেক্ষায় ছিলেন—দুজনের নম্বরই ব্লক করে দেন তিনি।
এদিকে, স্যুইগির নিয়ম অনুযায়ী অভিযোগ জানানো হলেও ঘটনার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও সমাধান মেলেনি। অ্যাপে দেখানো হয় যে, টিকিট দুটি যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভুল তথ্য।
ঘটনায় ক্ষুব্ধ স্বস্তিকা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে বিষয়টি সকলের সামনে তুলে ধরেন। তিনি লেখেন, ‘‘আজ আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কাল হয়তো আপনাদের সঙ্গেও ঘটতে পারে। সতর্ক থাকুন।’’
স্বস্তিকা এই প্রতারণার বিচার দাবি করেছেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে উপযুক্ত পদক্ষেপের প্রত্যাশা করেছেন। তবে এই ঘটনার পর স্যুইগির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জাগতিক /এএস
মন্তব্য করুন