logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অভিষেকের ঝোড়ো ইনিংসে ভারতের জয়, প্রশংসায় যুবরাজ

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১১:২১
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের অভিষেক শর্মা। কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। তার ৩৯ বলে ৭৮ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ১২.৫ ওভারেই জয় তুলে নেয় ভারত।

মাত্র ২০ বলে ফিফটি তুলে নেওয়া অভিষেক গড়েছেন রেকর্ডও। ভারতের মাটিতে এটি ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় দ্রুততম অর্ধশতক। এছাড়া ফিফটির ইনিংসে ৮টি ছক্কা মেরে আরও একটি রেকর্ড নিজের নামে করেছেন তিনি। ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এখন এই তরুণ ওপেনারের।

অভিষেকের এমন ঝোড়ো ইনিংসের পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের। সাম্প্রতিক সময়ে যুবরাজের প্রশিক্ষণে নিজেকে বদলে ফেলেছেন অভিষেক। আইপিএলে ভালো ফর্মের পর এই ম্যাচে তার ব্যাটিংয়ে যুবরাজের প্রশিক্ষণের ছাপ স্পষ্ট ছিল।

যুবরাজের একাডেমিতে অভিষেকের ব্যাটিং স্টান্স পরিবর্তন থেকে শুরু করে দীর্ঘ ছক্কা হাঁকানোর কৌশল শিখেছেন। সেখানে প্রশিক্ষণ চলাকালে ১০০ মিটার বাউন্ডারি পার করলেই কেবল ছয় ধরা হতো, যা অভিষেকের শট খেলার দক্ষতা বাড়িয়েছে।

ম্যাচ শেষে অভিষেকের প্রশংসা করেছেন যুবরাজও। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “সিরিজে দারুণ শুরু হলো। বোলাররা ভিত তৈরি করেছিলেন, আর স্যার অভিষেক শর্মার ব্যাটিং ছিল অসাধারণ। ডাউন দ্য গ্রাউন্ডে তার দুটি ছক্কা দেখে আমি সত্যিই মুগ্ধ।”

ভারতের এই জয় ইংল্যান্ডের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বাজবল কৌশল নিয়ে শুরু করা ইংল্যান্ড দল এবার দেখেছে অভিষেকের মতো তরুণের বিধ্বংসী ইনিংসের শক্তি। সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা আরও রোমাঞ্চকর হবে বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ওয়াকফ আইনের বিরোধিতা করে কলকাতার রাজপথ অবরোধ
জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু ইংল্যান্ড-পোল্যান্ডের
কলকাতায় কালো মেঘ, উদ্বোধনী ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা
ইংল্যান্ড সফরে বুমরাহকে মোকাবেলা করতে প্রস্তুত বেন ডাকেট
12