logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস লিগের দোরগোড়ায় সিটি, শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াই

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩১
ছবি: সংগৃহীত

পিএসজি নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বড় জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ ২৪-এ জায়গা করে নিয়েছে।

ম্যানচেস্টার সিটির জন্য চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে গেল। দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হলান্ডের পরপর দুটি গোলের মাধ্যমে ২-০ গোলে এগিয়ে গেলেও পিএসজির তীব্র আক্রমণের সামনে সিটি মুখ থুবড়ে পড়ে।
পিএসজির হয়ে দ্বিতীয়ার্ধে মাত্র ২২ মিনিটের ব্যবধানে ওসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা এবং জোয়াও নেভেসের গোল সিটির স্বপ্ন ভেঙে দেয়। ম্যাচের শেষদিকে গনসালো রামোসের গোল নিশ্চিত করে যে পিএসজি জয় নিয়েই মাঠ ছাড়ছে।

প্রথমার্ধে সিটির রক্ষণভাগ বেশ চাপের মুখে ছিল। পিএসজি একাধিক আক্রমণ শানায়, তবে রুবেন দিয়াস ও জসকো গভারডিওলের দুর্দান্ত ডিফেন্সিং সিটিকে রক্ষা করে। ৪৫ মিনিটে পিএসজির গোলটি ভিএআর দেখে বাতিল করা হয়।
দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে গ্রিলিশ দারুণ রিবাউন্ড থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন। মাত্র তিন মিনিট পর হলান্ড নিজের ২৩তম গোল করেন সহজ সুযোগ কাজে লাগিয়ে।
তবে এরপরই পিএসজির প্রতিআক্রমণ শুরু হয়। ৫৬ মিনিটে বারকোলার পাস থেকে ডেম্বেলে গোল করে ব্যবধান কমান। ৬০ মিনিটে বারকোলা নিজেই রিবাউন্ড থেকে গোল করে সমতা ফেরান।
৭৮ মিনিটে ভিটিনহার ফ্রি-কিক থেকে নেভেসের হেড পিএসজিকে ৩-২ গোলে এগিয়ে দেয়। অতিরিক্ত সময়ে গনসালো রামোসের গোল নিশ্চিত করে পিএসজির জয়।

এই হারের ফলে সিটি টেবিলের ২৫তম স্থানে রয়েছে এবং নকআউটে উঠতে হলে তাদের শেষ ম্যাচে ক্লাব ব্রুজকে হারাতেই হবে।

পিএসজি তাদের গতি ও সৃষ্টিশীল খেলার মাধ্যমে দুর্দান্তভাবে ম্যাচ ঘুরিয়ে দেয়। বিশেষ করে ওসমান ডেম্বেলে ও বারকোলার পারফরম্যান্স জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ম্যানচেস্টার সিটি এখন নিজেদের ভাগ্য নির্ধারণ করবে ক্লাব ব্রুজের বিপক্ষে শেষ ম্যাচে। অন্যদিকে, পিএসজি এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বের দিকে এগোচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পিএসজির বিরুদ্ধে অভিযোগ থামছে না এমবাপের
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা
টেবিলে সবার ধরা ছোঁয়ার বাইরে পিএসজি
পিএসজির অপরাজেয় রেকর্ড ভেঙে লিভারপুল কোয়ার্টার ফাইনালে এগিয়ে
12