logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রিয়াল মাদ্রিদের দাপুটে জয়, সালজবুর্গকে বিদায় চ্যাম্পিয়নস লিগ থেকে 

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১০:২৯
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ তাদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখার পথে বড় পদক্ষেপ নিয়েছে, রেড বুল সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে।

প্রথম ছয় ম্যাচে তিনটি হারলেও এবার নিজেদের স্বরূপে ফিরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে রদ্রিগোর জোড়া গোল এবং দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স তাদের বড় জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ অন্তত প্লে-অফ নিশ্চিত করেছে এবং স্বয়ংক্রিয় যোগ্যতার জায়গা থেকে মাত্র এক পয়েন্ট দূরে রয়েছে। আগামী সপ্তাহে ব্রেস্টের বিপক্ষে জয় পেলেই তারা সরাসরি নকআউট পর্বে উঠবে।

সান্তিয়াগো বার্নাব্যুতে সালজবুর্গ শুরুতেই কিছু সুযোগ তৈরি করে। তবে ওস্কার গ্লাউখের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর থেকেই ম্যাচের লাগাম ধরে নেয় রিয়াল মাদ্রিদ।
২৩ মিনিটে প্রথম আক্রমণ থেকেই গোল পায় রিয়াল। ভিনিসিয়ুসের অ্যারিয়াল পাস বেলিংহ্যাম নামিয়ে দেন, আর রদ্রিগো এক কোণাকুণি ভলিতে বল জালে জড়ান।
৩৪ মিনিটে রদ্রিগো আবার গোল করেন। বেলিংহ্যামের ব্যাকহিল পাস থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে তিনি স্কোরলাইন ২-০ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে এমবাপ্পে সালজবুর্গ গোলরক্ষক জানিস ব্লাসভিচের ভুল কাজে লাগিয়ে রিয়ালের তৃতীয় গোলটি করেন।
৫৫ মিনিটে ভিনিসিয়ুস দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের প্রথম এবং দলের চতুর্থ গোলটি করেন। লুকা মডরিচের দুর্দান্ত পাস পেয়ে বাম প্রান্ত থেকে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।
৭৭ মিনিটে আবারও ভিনিসিয়ুস জাল খুঁজে নেন। গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে শুরু হওয়া মুভ থেকে পুরো মাঠ পেরিয়ে এই গোলটি করেন তিনি।
সালজবুর্গের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন ম্যাডস বিডস্ট্রুপ ৮৫ মিনিটে একটি দুর্দান্ত ভলিতে।

এই হারে সাত ম্যাচে ছয়টি হার নিয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হলো সালজবুর্গকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পাশাপাশি অন্য দলের ফল নিজেদের পক্ষে দরকার ছিল, তবে তা আর হলো না।

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ব্রেস্টের বিপক্ষে, যেখানে সরাসরি নকআউট পর্বে ওঠার সুযোগ পাবে তারা।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের দোরগোড়ায় সিটি, শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াই
মাদ্রিদ ডার্বি নাকি নতুন চমক? কোপা দেল রে ড্রতে চোখ
রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার
পুলিসিচ-লেয়াও জাদুতে এসি মিলানের টানা জয় চ্যাম্পিয়নস লিগে