স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা
নেপালকে বড় ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও জয় পায়নি সুমাইয়া আক্তারের দল। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবা মেয়েরা।
মালয়েশিয়ার বাঙ্গিতে বুধবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ১৯ বলে ২১ রানের দ্রুত ইনিংস খেলেন আফিয়া আশিমা ইরা। স্কটল্যান্ডের হয়ে নাঈমা শেখ ও মাইসি মাসিয়ারা দুটি করে উইকেট নেন।
১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড শুরুতে বিপাকে পড়লেও পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইরের জুটি দলকে লড়াইয়ে রাখে। তবে ৩২ বলে ২২ রান করে মুইর আউট হলে দল চাপে পড়ে। পিপা স্প্রৌল ৪১ বলে ৪৩ রান করলেও তার বিদায়ের পর স্কটিশ মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১০৩ রানেই থামে তাদের ইনিংস, আর বাংলাদেশ ১৮ রানের জয় তুলে নেয়।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন আনিসা আক্তার সোবা। তিনি ৪ উইকেট তুলে নেন। হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি পান একটি করে উইকেট।
এই জয়ে বাংলাদেশের মেয়েরা সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। চার গ্রুপ থেকে সেরা তিনটি করে দল এই পর্বে খেলার সুযোগ পাবে। সুপার সিক্স থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ।
বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য বুধবার ছিল দারুণ একটি দিন। স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করার পাশাপাশি সিনিয়র দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ওয়ানডে সিরিজের শুভসূচনা করেছে।
মন্তব্য করুন