logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১২:২৪
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে সৌদি প্রো লিগে জয় তুলে নিয়েছে তার দল আল নাসর। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে দুই গোল করেন রোনালদো, যা জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদো গোল করে আল নাসরকে এগিয়ে দেন। তবে ৮০ মিনিটে আল খালিজ সমতা ফেরায়, যা ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেয়। কিন্তু মাত্র এক মিনিট পর সুলতান আল-ঘানাম দলের পক্ষে দ্বিতীয় গোল করে আল নাসরকে আবার এগিয়ে দেন। এরপর ইনজুরি সময়ে রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন, যা দলের জয় নিশ্চিত করে ৩-১ ব্যবধানে।

রোনালদোর এদিনের পারফরম্যান্স শুধু ম্যাচ জয়ের ক্ষেত্রে নয়, তার ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৯২ ম্যাচে অংশ নিয়ে তিনি ১০০টি গোলের সঙ্গে জড়িত। এর মধ্যে তিনি নিজে করেছেন ৮২টি গোল এবং ১৮টি গোলের সহায়তা দিয়েছেন।

রোনালদোর এই অর্জন আল নাসরের সমর্থকদের জন্য দারুণ একটি মুহূর্ত হয়ে থাকবে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আল নাসরের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জাগতিক /আ-র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় অপরিহার্য
বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন জয় করলেন জায়েদ খান
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা
চ্যাম্পিয়নস লিগে গোলবন্যা: বেনফিকা বনাম বার্সেলোনা ৯ গোলের লড়াই