logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে গোলবন্যা: বেনফিকা বনাম বার্সেলোনা ৯ গোলের লড়াই

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১১:০০
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ ২০২৪/২৫-এর এই ম্যাচটি এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হয়েছে। ভানগেলিস পাভলিডিসের দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে বেনফিকা প্রথমার্ধে ৩-১ গোলের লিড নেয়।
ম্যাচের শুরুতেই, ২ মিনিটে পাভলিডিসের দ্রুত গোল বার্সেলোনাকে হতচকিত করে দেয়। যদিও ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেওয়ানডস্কি বার্সেলোনাকে সমতায় ফেরান, তবে বেনফিকার আক্রমণ থামেনি। ২২ এবং ৩০ মিনিটে আরও দুটি গোল করে পাভলিডিস তার হ্যাটট্রিক সম্পন্ন করেন।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ফিরে আসার চেষ্টা শুরু করে। ৬৪ মিনিটে রাফিনিয়া একটি দারুণ গোল করেন। কিন্তু ৬৮ মিনিটে বার্সার ডিফেন্ডার আরাউহো ভুল করে আত্মঘাতী গোল করলে স্কোর দাঁড়ায় ৪-২। এরপর লেওয়ানডস্কি ৭৮ মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান।

৮৬ মিনিটে এরিক গার্সিয়া দুর্দান্ত হেড করে স্কোর সমান করেন ৪-৪। অতিরিক্ত সময়ের ৯৬ মিনিটে রাফিনিয়া একটি অসাধারণ শট নিয়ে বার্সেলোনাকে জয় এনে দেন।

এই জয়ের মাধ্যমে বার্সেলোনা গ্রুপে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে এবং সমর্থকদের এক নাটকীয় ম্যাচ উপহার দেয়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মাদ্রিদ ডার্বি নাকি নতুন চমক? কোপা দেল রে ড্রতে চোখ
গেটাফের মাঠে থেমে গেল বার্সা, ১-১ ড্রয়ে মূল্যবান পয়েন্ট হারাল
রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার
সান্তোসের নেইমার আমার আদর্শ মেসি নয়; লামিন ইয়ামাল