logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লিটন-পেরেরার তাণ্ডবে ঢাকার স্কোর ১৯৬, সিলেটের সামনে কঠিন চ্যালেঞ্জ 

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬
ছবি: সংগৃহীত

ধীর গতির উইকেটেও ঝড় তুললেন লিটন দাস ও থিসারা পেরেরা। সিলেট স্ট্রাইকার্সের বোলারদের বিধ্বস্ত করে মাত্র ২৮ বলে ৮১ রানের জুটি গড়ে ঢাকা ক্যাপিটালসকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন এই দুই ব্যাটার।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালসের শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ মাঝপথ পর্যন্ত চাপে ছিল। ১৪.৩ ওভারে সাব্বির রহমান আউট হওয়ার সময় দলের স্কোর ছিল মাত্র ১০৪। সেখান থেকে শেষ ৩৩ বলে ৯২ রান তুলে দলকে ৬ উইকেটে ১৯৬ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন লিটন দাস ও থিসারা পেরেরা।
লিটন ৪৮ বলে ৭০ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৪টি ছক্কার মার। অপরদিকে পেরেরা ছিলেন আরও বিধ্বংসী। ১৭ বলে ৩৭ রান করতে তিনি হাঁকান ৩টি চার ও ৩টি ছক্কা। তাদের এই জুটিই ঢাকার ইনিংসের চিত্র বদলে দেয়।

সিলেটের পেসার সুমন খান ইনিংসের শুরুতে কিছুটা ব্যয়বহুল হলেও, তরুণ স্পিনার টিপু সুলতান নিজের প্রথম বিপিএল উইকেট তুলে নেন তানজিদ হাসানকে আউট করে। তানজিদ ১৬ বলে ২২ রান করেন।
পাওয়ার প্লেতে ঢাকা তুলেছিল ৫৩ রান, যেখানে লিটনের ব্যাটিং ছিল উজ্জ্বল। তবে সিলেটের একাদশে ফেরা সামিউল্লাহ সেনওয়ারি মাঝপথে কোর্টজে ও মোসাদ্দেক হোসেনকে আউট করে ম্যাচে উত্তেজনা ফেরান।

মাঝের ওভারগুলোতে সাব্বির রহমান ও লিটন দাসের ৩৮ বলে ৪২ রানের জুটি ঢাকার স্কোরকে স্থিতিশীল করে। সাব্বির দ্রুত ২৪ রান তুলে আউট হলেও লিটন ইনিংসের ভার ধরে রাখেন। অধিনায়ক থিসারা পেরেরা নামার পর পুরো চিত্র পাল্টে যায়। দুইজন মাত্র ২৮ বলে ৮১ রান যোগ করে স্কোরবোর্ডকে পৌঁছে দেন দেড়শ পেরিয়ে ১৯৬ রানে।

শেষ ওভারে থিসারা পেরেরার ক্যাচ নিতে গিয়ে সিলেটের অধিনায়ক আরিফুল চোট পান। সীমানায় দৌড়ে বল তালুবন্দি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সিলেটের হয়ে টিপু সুলতান ও সামিউল্লাহ সেনওয়ারি ২টি করে উইকেট নেন, তবে লিটন-পেরেরার ঝড় সামলাতে পারেননি কেউ।

সিলেট স্ট্রাইকার্সের সামনে এখন ১৯৭ রানের বিশাল লক্ষ্য। ধীর গতির উইকেটে এই রান তাড়া করা সহজ হবে না। লিটন-পেরেরার ইনিংস সিলেটকে চাপে ফেলে দিয়েছে। তবে আরিফুলের চোট সিলেটের জন্য আরও বড় দুশ্চিন্তার কারণ হতে পারে।
ঢাকার স্কোর: ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬
লিটন দাস: ৭০ (৪৮), ৪ চার, ৪ ছক্কা
থিসারা পেরেরা: ৩৭ (১৭), ৩ চার, ৩ ছক্কা
সাব্বির রহমান: ২৪ (১২), ২ ছক্কা
সিলেটের বোলিং: টিপু সুলতান ২/৩২, সামিউল্লাহ সেনওয়ারি ২/৩৫
সিলেটের ব্যাটিং লাইনআপকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আজ। দেখার বিষয়, তারা এই লক্ষ্য তাড়া করতে পারে কি না।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন নেই