logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদ্রিদ ডার্বি নাকি নতুন চমক? কোপা দেল রে ড্রতে চোখ

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১০:৫৮
ছবি: সংগৃহীত

কোপা দেল রে'র কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে সোমবার। এই ড্র'র মাধ্যমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারিত হবে।
রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে ডেপোর্তিভা মিনেরা এবং সেল্টা ভিগোকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার-ফাইনালের ম্যাচের আগে সমর্থকদের আগ্রহ এখন সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে। আটটি দলই লা লিগার শীর্ষ পর্যায়ের হওয়ায় এখানে একটি মাদ্রিদ ডার্বি কিংবা আরেকটি ক্লাসিকোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচও হতে পারে।
অন্যদিকে, ৩১ বারের কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা ইতোমধ্যে বারবাস্ত্রো এবং রিয়াল বেটিসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিয়েছে। শিরোপা সংগ্রহে আরও একটি নতুন পালক যোগ করার লক্ষ্যে বার্সা প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়।

সোমবার স্প্যানিশ সময় দুপুর ১টায় এবং ইটি সময় সকাল ৭টায় লাস রোজাসের সিউদাদ দেল ফুটবল থেকে এই ড্র অনুষ্ঠিত হবে। বাকি থাকা আটটি দলকে নিয়ে খোলা ড্র হবে, যেখানে প্রথমে যাদের নাম উঠবে তারা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে।
যেসব দল রয়েছে ড্রতে:
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ
গেটাফে
লেগানেস
ভ্যালেন্সিয়া
রিয়াল সোসিয়েদাদ
ওসাসুনা
কোয়ার্টার-ফাইনালের ম্যাচগুলো এক ম্যাচের ভিত্তিতে আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই ড্র নিয়ে ফুটবল সমর্থকদের উত্তেজনা এখন তুঙ্গে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে গোলবন্যা: বেনফিকা বনাম বার্সেলোনা ৯ গোলের লড়াই
গেটাফের মাঠে থেমে গেল বার্সা, ১-১ ড্রয়ে মূল্যবান পয়েন্ট হারাল
রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার
সান্তোসের নেইমার আমার আদর্শ মেসি নয়; লামিন ইয়ামাল