logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আল-হিলাল ছাড়ছেন নেইমার, সান্তোসে ফেরার আলোচনা তুঙ্গে

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১০:৫০
ছবি: সংগৃহীত

নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে চমকপ্রদ প্রত্যাবর্তনের পথে রয়েছেন বলে জানা গেছে।
সৌদি ক্লাব আল-হিলালের কোচের মতে, শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য নেইমারের আর নেই। এ কারণে ক্লাব থেকে তার বিদায় প্রায় নিশ্চিত।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে ৭৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আল-হিলালে যোগ দেন নেইমার। তবে চোট ও ফিটনেস সমস্যার কারণে এখন পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে এক বছরের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার। চোট কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ফিরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

সৌদি প্রো লিগের দ্বিতীয়ার্ধের জন্য নেইমারকে নিবন্ধিত না করার সিদ্ধান্ত নিয়েছে আল-হিলাল। এরই মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস তাকে লোনে নিতে প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানো তার এক্স অ্যাকাউন্টে লেখেন, “নেইমার জুনিয়র সান্তোসে ফিরে আসার খুব কাছাকাছি রয়েছেন। ব্রাজিলিয়ান ক্লাবটি আনুষ্ঠানিক লোন প্রস্তাব দিয়েছে। এখন আল-হিলালের সবুজ সংকেতের অপেক্ষা। সান্তোস, নেইমার দৌড়ে শিকাগো ফায়ারের চেয়ে অনেক এগিয়ে।
এই মৌসুমের শেষেই নেইমারের ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার কথা রয়েছে। সান্তোসে ফিরে গেলে তিনি নিশ্চিতভাবেই বীরের সম্মান পাবেন। সান্তোসে খেলেই নেইমার বিশ্ব ফুটবলে তারকা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। সেখানে তিনি ১৭৭ ম্যাচে ১০৭টি গোল করেছিলেন।
তবে শোনা যাচ্ছে, চলতি মাসেই নেইমার মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিতে পারেন।
আল-হিলালের কোচ জর্জ জেসুস বলেছেন, “নেইমারকে নিয়ে আমি দল গড়েছিলাম। তবে চোটের কারণে সে ১৪-১৫ মাস মাঠের বাইরে। এখন তার ভবিষ্যৎ নির্ভর করছে ক্লাব এবং প্রশাসনের ওপর।

জানুয়ারির শেষ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা। আমি গুজবে কান দিতে চাই না।
সৌদি প্রো লিগে মাত্র এক গোল করেছেন নেইমার। এই সময়ে তার ইনজুরি সত্ত্বেও তিনি ২০২৪ সালে ৮৪.৬ মিলিয়ন পাউন্ড আয় করেছেন বলে জানিয়েছে ফরাসি মাধ্যম ফুট মার্কেটো।

নেইমার বলছেন, কোচ জেসুস খুবই সৎ। তিনি রোমারিও টিভিকে বলেন, “আপনি খারাপ খেললে তিনি সরাসরি সেটা বলে দেবেন। কোচ হিসেবে তিনি দুর্দান্ত। দলের কাজ ভালোভাবেই সামলান।”
সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন কি আবারও তাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে? এখন সেটাই দেখার বিষয়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সান্তোসের নেইমার আমার আদর্শ মেসি নয়; লামিন ইয়ামাল
ইনজুরির কারণে নেইমারের আল-হিলালে ভবিষ্যৎ অনিশ্চিত