logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারালো পাকিস্তান

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৪
ছবি: সংগৃহীত

মুলতান টেস্টে পাকিস্তান স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে আড়াই দিনেই শেষ হয়ে গেল পাঁচ দিনের ম্যাচ। সাজিদ খান ও আবরার আহমেদের স্পিন জাদুতে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায়। এতে পাকিস্তান ১২৭ রানের সহজ জয় তুলে নেয় এবং সিরিজে ১-০ তে এগিয়ে যায়।

জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের দুই স্পিনারের দাপটে দিশেহারা হয়ে পড়ে। সাজিদ খান ও আবরার আহমেদ দ্বিতীয় ইনিংসে মিলে শিকার করেন ৯ উইকেট। সাজিদ একাই নেন ৫ উইকেট, আর আবরারের শিকার ৪টি। ক্যারিবীয়দের ব্যাটিং লাইন পুরোপুরি ভেঙে পড়ে তাদের বোলিংয়ে।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নিয়ে এগিয়ে গেল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত করবে বাবর আজমের দল।

মাত্র ১৭৭.২ ওভারে শেষ হওয়া মুলতান টেস্ট পাকিস্তানের মাটিতে ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট। আড়াই দিনে শেষ হওয়া এই ম্যাচ টেস্ট ক্রিকেটের উত্তেজনার সঙ্গে সংক্ষিপ্ততার মিশেল ঘটিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান (প্রথম ইনিংস): ৩২৭ বাবর আজম: ১০৮, মোহাম্মদ রিজওয়ান: ৭৪ ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ২০০ ট্যাগনারাইন চন্দরপল: ৫৪, সাজিদ খান: ৪/৪৫ পাকিস্তান (দ্বিতীয় ইনিংস): ১২৪ শান মাসুদ: ৬৪ ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস): ১২৩ কাইল মেয়ার্স: ৩৫, সাজিদ খান: ৫/৩৪, আবরার আহমেদ: ৪/৩৬
পরবর্তী ম্যাচ: সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে। পাকিস্তান সিরিজ জয়ের জন্য মরিয়া, আর ওয়েস্ট ইন্ডিজ সমতায় ফিরতে চায়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়