দাবানলে ক্ষতিগ্রস্ত সাবেক টেনিস তারকা, চুরি হয়েছে মূল্যবান ট্রফি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। আগুনের তীব্রতায় অনেক বাসিন্দা ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। কেউ হারিয়েছেন ঘরবাড়ি, কেউ হারিয়েছেন প্রিয়জন। এমন কঠিন পরিস্থিতিতে চুরি ও লুটপাটের ঘটনাও বেড়ে গেছে। এ ধরনের এক দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন সাবেক টেনিস তারকা পাম শ্রাইভার।
দাবানলের ভয়াবহতা বাড়লে ৬২ বছর বয়সী পাম শ্রাইভার নিজ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফিরে এসে তিনি দেখতে পান, তার ঘরের অনেক মূল্যবান জিনিস চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে তার টেনিস ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ১৭টি ট্রফি। এ চুরির ঘটনায় দারুণভাবে মুষড়ে পড়েছেন তিনি।
পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ১৯৭৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন পাম শ্রাইভার। সর্বকালের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। তিনি ২১টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। এছাড়া, ১৯৮৮ সালে অলিম্পিক স্বর্ণপদক জয়ও তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।
পাম শ্রাইভার ১০ বার ট্যুর ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফেড কাপে যুক্তরাষ্ট্র দলের সদস্য হিসেবে ২০টি ম্যাচের মধ্যে ১৯টিতে জয়লাভ করেন। তার অনন্য সাফল্যের জন্য ২০০২ সালে ‘টেনিস হল অফ ফেম’ পুরস্কারে ভূষিত করা হয়।
এই সব অর্জনের সাক্ষী হয়ে ছিল তার শোকেসে সাজানো ট্রফিগুলো। কিন্তু এখন তার অনেক স্মৃতিবিজড়িত এই ট্রফিগুলো আর নেই।
লস অ্যাঞ্জেলসের দাবানলের কারণে শহরের বেশিরভাগ অংশ এখনো বিপর্যস্ত। এমন দুর্যোগময় সময়ে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন অনেকে। পাম শ্রাইভারের মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ও এর থেকে রক্ষা পাননি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দাবানলের পাশাপাশি চুরির ঘটনার তদন্ত চলছে। তবে শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। দাবানল ও চুরির মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।
জাগতিক/ আ-র
মন্তব্য করুন