logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গেটাফের মাঠে থেমে গেল বার্সা, ১-১ ড্রয়ে মূল্যবান পয়েন্ট হারাল

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪০
ছবি: সংগৃহীত

লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে গেটাফের মাঠে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা।

এই ড্রয়ের ফলে লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। উল্লেখ্য, অ্যাটলেটিকোও এই সপ্তাহে লেগানেসের কাছে ১-০ গোলে হেরে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান দুর্বল করেছে। তবে বার্সার টানা ড্র তাদের শিরোপার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাত্র ৯ মিনিটে জুলস কুন্দে কর্নার থেকে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন। কুন্দের সেই গোলের পর মনে হচ্ছিল, বার্সা সহজেই ম্যাচটি নিজেদের করে নেবে। তবে গেটাফে দ্রুতই ম্যাচে ফিরতে সক্ষম হয়। ৩৪ মিনিটে মাউরো আরাম্বারি দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করে সমতা আনেন। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার প্রত্যাশিত ছন্দ দেখা যায়নি। বরং গেটাফে তাদের ঘরের মাঠের সুবিধা নিয়ে আক্রমণ চালিয়ে বার্সার রক্ষণকে চাপে রাখে। গেটাফে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে, বার্সার পক্ষে বদলি খেলোয়াড় ফ্রেংকি ডি ইয়ং ম্যাচের শেষ দিকে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন, কিন্তু গেটাফের গোলরক্ষক তার প্রচেষ্টা দক্ষতার সঙ্গে আটকে দেন।

এই ড্রয়ের ফলে গেটাফের মাঠে বার্সার এটি টানা চতুর্থ ড্র। আগের তিন ম্যাচ ০-০ সমতায় শেষ হলেও এবার কুন্দের গোল সত্ত্বেও বার্সা জয় পেতে ব্যর্থ হয়। শিরোপার দৌড়ে বার্সার জন্য এই ড্র একটি বড় ধাক্কা হতে পারে। তবে, বার্সার সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শক্তি দেখানোর সুযোগ রয়েছে। আগামী ২১ জানুয়ারি তারা বেনফিকার মাঠে খেলতে যাবে এবং সেই ম্যাচে জয় পেলে তারা শেষ ষোলো নিশ্চিত করবে।
বার্সার জন্য ম্যাচের ইতিবাচক দিক ছিল কুন্দের দারুণ গোল এবং ডি ইয়ংয়ের শেষ মুহূর্তের প্রচেষ্টা। তবে আক্রমণভাগের কার্যকারিতা এবং রক্ষণে শৃঙ্খলার অভাব তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। কোচ শাভি হার্নান্দেজের জন্য এই ড্র দলকে সামনের ম্যাচগুলোর জন্য আরও প্রস্তুতি নিতে বাধ্য করবে।

জাগতিক/ এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগে গোলবন্যা: বেনফিকা বনাম বার্সেলোনা ৯ গোলের লড়াই
মাদ্রিদ ডার্বি নাকি নতুন চমক? কোপা দেল রে ড্রতে চোখ
রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার
সান্তোসের নেইমার আমার আদর্শ মেসি নয়; লামিন ইয়ামাল