সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস পারিবারিক কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
পোথাসের পদত্যাগের খবর এমন এক সময়ে এলো, যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাত্র এক মাস বাকি। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটার শেষবার দায়িত্ব পালন করেছেন গত ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরে।
শাহরিয়ার নাফীস জানান, ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই পোথাস বিসিবিকে তার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তিনি আমাদের জানান, পারিবারিক সমস্যার কারণে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।”
নিজের স্যোশাল মিডিয়ায় পোথাস বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, “সব ভালো জিনিসের মতো এই অধ্যায়েরও শেষ হলো। বিসিবির অসাধারণ মানুষের সঙ্গে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। এই যাত্রায় অনেক রেকর্ড গড়েছি, চমৎকার স্মৃতি তৈরি করেছি। এখন পরিবারের সঙ্গে সময় কাটানোর অপেক্ষা। সামনে কী অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় আছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রইল।”
নিক পোথাসের হঠাৎ এই সিদ্ধান্তে বিসিবি নতুন কোচ খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে তার কাজের জন্য বিসিবি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মন্তব্য করুন