logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৪
ছবি: সংগৃহীত

ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না গেলেও, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তান সফর করবেন। পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই তিনি দেশটিতে যাবেন। এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৯ বছর পর তাদের মাটিতে আইসিসির একটি মেগা টুর্নামেন্ট আয়োজন করছে। সেই উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়কেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে রোহিত শর্মা সেখানে যোগ দেবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সরাসরি পাকিস্তানে না খেলে হাইব্রিড মডেলের আওতায় আরব আমিরাতে তাদের ম্যাচগুলো খেলবে।

গ্রুপ পর্ব: ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে।

সেমিফাইনাল: যদি ভারত প্রথম সেমিফাইনালে খেলে, সেটিও আরব আমিরাতে হবে।

ফাইনাল: ভারত যদি ফাইনালে উঠে, সেটি আরব আমিরাতে হবে। তবে ভারত আগেভাগে বিদায় নিলে ফাইনাল পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

পিসিবি এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি অনুষ্ঠিত হতে পারে ১৬ বা ১৭ ফেব্রুয়ারি।

১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম আইসিসির কোনো মেগা ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেটি সফল করতে পিসিবি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে চাইছে।

ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও রোহিতের এই সফর অনেকের জন্যই কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, যেখানে শিরোপার লড়াইয়ে অংশ নেবে বিশ্বের সেরা আটটি দল। রোহিত শর্মার এই সফর ভারত-পাকিস্তানের সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন।

জাগতিক/ এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়