logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার দল কামিন্সের নেতৃত্বে

অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫

অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের প্রাথমিক দলটিতে রয়েছেন পেসার জশ হ্যাজেলউডও।

ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলবেন না কামিন্স। তাছাড়া তার গোড়ালির সমস্যার কথাও শোনা গেছে। তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, তারা কামিন্সের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছেন। যেহেতু স্কোয়াডে পরে পরিবর্তনের সুযোগ আছে। তাই এখনই তাকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন তারা।

কাফ মাসলের চোটে হ্যাজলউড ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টই মিস করেছেন। অবশেষে ফিরতে চলেছেন তিনি।

অবশ্য এই স্কোয়াডে কোনও জায়গা হয়নি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। তাছাড়া দলটা মোটামুটি পরিচিত। দলে কম অভিজ্ঞদের মধ্যে আছেন অলরাউন্ডার ম্যাট শর্ট, অ্যারন হার্ডি ও নাথান এলিস।

সংবাদ সম্মেলনে জর্জ বেইলি বলেছেন, ‘এটাই ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ দল। যেখানে অনেক বৈচিত্র্য আছে পাকিস্তানের কন্ডিশন বিবেচনায়। ’

২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ আসরটি খেলা হয়েছে ২০১৭ সালে। যার চ্যাম্পিয়ন পাকিস্তান। নবম আসরটি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে সেটা চলবে ৯ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে। শুধু ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।

অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিশ্বের ৫৫ টি দেশের শিক্ষার্থীদের জন্য  অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা
শেষ দিনের রোমাঞ্চে ভারতকে হারাল অস্ট্রেলিয়া
পাকিস্তানের মাটিতে ভারত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে দুবাইয়ে