সান্তোসের নেইমার আমার আদর্শ মেসি নয়; লামিন ইয়ামাল
বার্সেলোনার বিস্ময়বালককে তুলনা করা হচ্ছিল লিওনেল মেসির সঙ্গে। সবুজ ঘাসে ইয়ামাল সেই সামর্থ্য দেখিয়ে যাচ্ছেন। ১৭ পেরোনোর আগেই ইয়ামাল এখন ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন। বল পায়ে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি একের পর এক ট্রফিতে ভরছেন অর্জনের ঝুলিও। জাতীয় দলকে ইউরো জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। ব্যালন ডি’অরে কোপা ট্রফি জেতার পর বর্ষসেরা গোল্ডেন বয়েরও পুরস্কার জিতেছেন।
চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণ তুর্কী এই মৌসুমে বার্সেলোনার জার্সিতেও সমান উজ্জ্বল। দুইবার চোটে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেন ৬টি, অবদান রাখেন সতীর্থদের ১১টি গোলে। মেসির সঙ্গে তুলনা করে মনে করা হচ্ছিল মেসিকেই আদর্শ মানে ইয়ামাল। কিন্তু ইয়ামাল মেসি ভক্তদের হৃদয় ভেঙে জানালেন, মেসি নয় তার ফুটবলের আইডল হলেন নেইমার জুনিয়র।
সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল নিজের আদর্শ, ভবিষ্যৎ এবং বার্সেলোনার জীবন নিয়ে কথা বলেন। নিজের ফুটবল আদর্শ নিয়ে ইয়ামাল বলেছেন, ‘‘সান্তোসের নেইমার আমার আদর্শ। তাকে দেখা সত্যিই অবিশ্বাস্য কিছু। হ্যাঁ এটা সত্য মেসিও দুর্দান্ত। কিন্তু নেইমার সম্পূর্ণ আলাদা।’’ নেইমারকে তারকা এবং ফুটবলের কিংবদন্তি বলতে দ্বিধা করেননি ইয়ামাল।
নেইমার বার্সেলোনাতে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত কাটিয়েছেন। ১২৩ লা লিগার ম্যাচে ৬৮ গোল করেছেন। একাধিক ট্রফি জিতেছেন। যেখানে দুইটি লা লিগা রয়েছে। জিতেছেন ২০১৫ চ্যাম্পিয়নস লিগ। নেইমার যখন বার্সেলোনায় ছিলেন তখন ইয়ামাল বার্সেলোনার একাডেমিতে কাটিয়েছেন। খুব কাছ থেকেই দেখেছেন নিজের আদর্শ, বার্সেলোনার তারকাকে। এজন্য তার হৃদয়ে গেঁথে আছে নেইমার।
বার্সেলোনায় নিজের ক্যারিয়ার লম্বা করার কথা বলেছেন ইয়ামাল, বার্সেলোনা আমার জীবনের অংশ। আমার ক্লাব। আশা করছি শিগগিরিই তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবো। যতটা সম্ভব লম্বা ক্যারিয়ার গড়ার চেষ্টা করবো। আমি বার্সেলোনার হয়ে খেলতে আগ্রহী। এজন্যই ক্যারিয়ার বড় করতে চাই।
জাগতিক /আ- রহমান।
মন্তব্য করুন