ল্যাপল্যান্ডের তুষারে ক্রিশ্চিয়ানো রোনালদো

সৌদি প্রো লিগের (এসপিএল) শীতকালীন বিরতিতে পরিবারের সঙ্গে ল্যাপল্যান্ডে সময় কাটাচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা চলতি মৌসুমেও তার অসাধারণ পারফরম্যান্স অব্যাহত রেখেছেন। আল-নাসরের হয়ে ১৯ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। তবে ক্লাবটি খুব একটা ভালো অবস্থানে নেই। এসপিএলে আল-নাসর এখন চতুর্থ স্থানে রয়েছে এবং শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে।
শীতকালীন বিরতির সুযোগে পরিবারকে নিয়ে ল্যাপল্যান্ডে ছুটি কাটাতে গেছেন রোনালদো। ল্যাপল্যান্ড ফিনল্যান্ডের উত্তরতম অঞ্চল, যা স্কি রিসোর্ট, উত্তর মেরুর আলো এবং সান্তা ক্লজের আনুষ্ঠানিক আবাসস্থল হিসেবে পরিচিত।
রোনালদো তার ভ্রমণের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে তাকে তুষারের মাঝে কেবল শর্টস পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে তিনি তার ফিটনেস প্রদর্শন করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "মেরি ক্রিসমাস, সবাইকে।"
রোনালদোর সঙ্গে ল্যাপল্যান্ডে ছিলেন তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ এবং তাদের সন্তানরা। তারা সান্তা ক্লজের সঙ্গে দেখা করেছেন এবং তুষারে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। একটি ছবিতে দেখা যায় রোনালদো স্কি-ডু চালাচ্ছেন।
তবে পেশাদার ফুটবলার হওয়ার কারণে রোনালদো স্কি করার মতো ঝুঁকিপূর্ণ খেলায় অংশ নেননি। কারণ ফুটবল খেলোয়াড়দের চুক্তিতে সাধারণত এমন ঝুঁকিপূর্ণ খেলায় নিষেধাজ্ঞা থাকে।
রিয়াদের তুলনায় ল্যাপল্যান্ডে আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। যেখানে রিয়াদে ডিসেম্বর মাসে গড় তাপমাত্রা থাকে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ল্যাপল্যান্ডে তাপমাত্রা মাইনাস ১৬ থেকে ৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করে। এমনকি কোনো কোনো সময়ে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে যায়।
আগামী ৯ জানুয়ারি আল-নাসরের হয়ে আবার মাঠে নামবেন রোনালদো। ওইদিন তাদের প্রতিপক্ষ আল-ওখদুদ।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন