logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুর্দান্ত ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:২৯
ছবি: ইন্টারনেট

২০২৪/২৫ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্স বার্সার জয় নিশ্চিত করেছে। তার দুটি গোল দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোল করার সুযোগ পেলেও কেউই সফল হতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দানি ওলমোর চমৎকার পাস থেকে রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে দেন। তবে ৬০ মিনিটে ডর্টমুন্ডের স্ট্রাইকার সেরহু গুইরাসি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান।

৭৫ মিনিটে বদলি হিসেবে নামা ফেরান তোরেস ফেরমিন লোপেজের শট থেকে ফিরতি বলে গোল করে বার্সার লিড বাড়ান। কিন্তু ৭৮ মিনিটে পাস্কাল গ্রসের পাসে গুইরাসি আবার সমতা আনেন।

ম্যাচের ৮৫ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে ফেরান তোরেস একটি দুর্দান্ত গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিল এবং নকআউট পর্বে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল।

ডর্টমুন্ডের হয়ে গুইরাসি দুটি গোল করলেও হোম ম্যাচে দলকে হার থেকে বাঁচাতে পারেননি। এ পরাজয়ের মাধ্যমে তাদের চ্যাম্পিয়ন্স লিগের ঘরের মাঠে ১৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে যায়।

জাগতিক /জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়