ক্রিস্টাল প্যালেস ২-২ ম্যানচেস্টার সিটি হালান্ডের গোল সত্ত্বেও পয়েন্ট হারালো সিটি
ম্যানচেস্টার সিটি আবারও প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে পয়েন্ট হারিয়েছে। ক্রিস্টাল প্যালেসের মাঠে নাটকীয় ম্যাচে ২-২ গোলে ড্র করে তারা টানা দ্বিতীয় লিগ জয়ের সুযোগ হারায়।
ম্যাচের শুরুতেই ড্যানিয়েল মুনিয়োজ দুর্দান্ত হেডে গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন। তবে সিটির আক্রমণ শানিয়ে ৩০ মিনিটে হালান্ড লুপিং হেডে সমতা ফেরান, এটি তার নভেম্বরে ব্রাইটনের বিপক্ষে গোল করার পর প্রথম প্রিমিয়ার লিগ গোল।
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় প্যালেস। ৫৬ মিনিটে কর্নার থেকে ম্যাক্সেন্স লাক্রোয়া হেড করে বল জালে পাঠান। কিন্তু সিটির রিকো লুইস ৬৭ মিনিটে দারুণ শটে সমতা ফেরান।
তবে ম্যাচের শেষদিকে রিকো লুইস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, যা সিটির জন্য বড় ধাক্কা হয়ে আসে।
প্যালেস ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল, এবং মুনিয়োজের গোল সেটির প্রমাণ। কিন্তু সিটি তাদের শক্তিশালী আক্রমণভাগ দিয়ে সমতা ফিরিয়ে আনে। তবে প্রতিপক্ষের ডিফেন্সিভ দৃঢ়তা এবং কিছু বিতর্কিত সিদ্ধান্ত সিটির জয় থেকে দূরে রাখে।
এই ড্রয়ের ফলে শিরোপার দৌড়ে সিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে। সিটি এখন লিগ টেবিলের শীর্ষে থাকা দলের থেকে আরও পিছিয়ে পড়েছে।
ম্যানচেস্টার সিটির টানা পারফরম্যান্সের অভাব তাদের শিরোপা ধরে রাখার চেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন