পুলিসিচ-লেয়াও জাদুতে এসি মিলানের টানা জয় চ্যাম্পিয়নস লিগে
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের চলমান আসরে টানা জয়ের ধারায় আছে এসি মিলান। মঙ্গলবার রাতে স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তারা।
এসি মিলানের কোচ পাওলো ফনসেকা দলকে কিছুটা বদলে মাঠে নামিয়েছিলেন, আগের ম্যাচ থেকে একাদশে ৬টি পরিবর্তন আনেন। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রাফায়েল লেয়াওকে বেঞ্চে রেখে নোয়া ওকাফরকে খেলানো।
খেলা শুরুতেই এসি মিলান আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে। ম্যাচের ২১ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচ প্রথম গোল করেন, যেখানে ট্যামি আব্রাহামের সহায়তা ছিল অসাধারণ। তবে মাত্র তিন মিনিট পরেই টিগ্রান বারসেঘিয়ান মিলানের রক্ষণ ভেদ করে দারুণ এক গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসেন।
দ্বিতীয়ার্ধে রাফায়েল লেয়াও মাঠে নেমে খেলায় নতুন গতি নিয়ে আসেন। ৬৮ মিনিটে তার অসাধারণ এক গোলে মিলান আবারও এগিয়ে যায়। এর ঠিক তিন মিনিট পর ট্যামি আব্রাহাম প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-১ করেন।
শেষ মুহূর্তে নিনো মার্সেলি স্লোভানের হয়ে একটি গোল শোধ করলেও, ম্যাচের ৯২ মিনিটে মার্কো টোলিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে মিলানের জয় নিশ্চিত হয়।
এসি মিলানের এই জয় তাদের চ্যাম্পিয়নস লিগে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা আরও জোরালো করল।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন