logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বায়ার্ন মিউনিখের একমাত্র গোল, পিএসজির হার, দেম্বেলের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

  ২৭ নভেম্বর ২০২৪, ২১:১২
ছবি: ইন্টারনেট

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ১-০ গোলে পিএসজিকে হারিয়ে শেষ ষোলতে তাদের পথ আরও কঠিন করে তুলেছে।

মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধেই কিম মিন-জের হেড থেকে করা গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। দ্বিতীয়ার্ধে পিএসজির ওসমান দেম্বেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তাদের জন্য সমতা ফেরানো আরও কঠিন হয়ে পড়ে।

এবারের আসরে মাত্র একবার জয় পাওয়া পিএসজি পুরো ম্যাচেই বায়ার্নের তুলনায় পিছিয়ে ছিল। কিংসলি কোমানের চমৎকার পারফরম্যান্সের পাশাপাশি বায়ার্ন প্রথমার্ধে দারুণভাবে আধিপত্য দেখায়।

ম্যাচের ৩৮তম মিনিটে কর্নার থেকে কিমের হেড পিএসজির গোলরক্ষক সাফোনভের ভুলে জালে জড়ায়। এর আগে দেম্বেলের একটি শট বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার রুখে দেন।

দ্বিতীয়ার্ধে কোমানের ওপর দেম্বেলের ফাউলের জন্য তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়, যা ছিল ২০১৯ সালের পর তার প্রথম লাল কার্ড। এরপর পিএসজি আক্রমণে আরও দুর্বল হয়ে পড়ে।

গোলরক্ষক সাফোনভ এক পর্যায়ে জামাল মুসিয়ালার একটি শট পোস্টে ঠেকিয়ে দেন, তবে পিএসজির আক্রমণ সেভাবে কার্যকর হয়নি।

কিম মিন-জে এটি তার চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের প্রথম গোল।

বায়ার্ন মিউনিখ তাদের ঘরের মাঠে টানা ৩৩টি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত।

পিএসজি ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে এখন ২৬তম স্থানে।


বায়ার্ন মিউনিখ: নয়্যার, কেইন, গোরেৎসকা, কিমিচ, কোমান, সানে, লেইমার, উপামেকানো, ডেভিস, কিম, মুসিয়ালা।
পিএসজি: মারকুইনহোস, দেম্বেলে, ফ্যাবিয়ান রুইজ, হাকিমি, সাফোনভ, ভিতিনহা, পাচো, নুনো মেন্ডেস, বারকোলা, জায়রে-এমেরি, নেভেস।

পিএসজিকে তাদের শেষ তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করতে হবে, নাহলে শেষ ষোলোতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।

জাগতিক /জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়