logo
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
পিএসজির বিরুদ্ধে অভিযোগ থামছে না এমবাপের
মোহামেদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি
অবশেষে মিশরীয় তারকা সালাহ ঘোষণা দিলেন, তিনি লিভারপুলেই থাকছেন। অথচ মৌসুম শেষে মোহামেদ সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। ফ্রি এজেন্টে সালাহ ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জনের মধ্যেই এই ঘোষণা দিলেন তিনি।  লিভারপুলের ওয়েবসাইটে ৩২ বছর বয়সী এই বাঁ-পায়ের উইঙ্গার বলেন, ‘এটা অসাধারণ মুহূর্ত। আমি অ্যানফিল্ডে ৮ বছর হলো খেলছি। এটা সম্ভবত ১০ বছর হতে চলেছে। এখানে আমি জীবন ও ফুটবল উপভোগ করছি।’ সালাহর বার্তাতে পরিষ্কার, অল রেডসদের সঙ্গে তিনি দুই বছরের চুক্তি নবায়ন করছেন। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকতে রাজি হয়েছেন তিনি। সালাহ রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন। চুক্তি নবায়ন করে খুশি বলেও জানিয়েছেন সালাহ, ‘ভক্তদের উদ্দেশ্যে বলবো, এখানে থাকতে পেরে আমি খুব খুবই খুশি। আমি এখানে চুক্তি করেছিলাম, কারণ বিশ্বাস ছিল আমরা অনেক শিরোপা জিতবো। আপনাদের সমর্থন থাকলে ভবিষ্যতে আরও শিরোপা আসবে এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’ সালাহ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে আছেন তারা। মৌসুম শেষে সালাহ, ফন ডাইক ও ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অরনাল্ডের লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল। এর মধ্যে সালাহর মতো ফন ডাইকও রেডস শিবিরে থেকে যাচ্ছেন বলে খবর। তবে ফ্রি এজেন্টে অ্যানফিল্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন অরনাল্ড।
এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন কানাডা জাতীয় দলের সামিত
মেসিকে আরো অন্তত এক বছর মেজর লিগ সকারে (এমএলএস) দেখা যেতে পারে
রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ
জ্যোতির সেঞ্চুরিতে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড
লেভানডস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারাল বার্সা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে কোনো পাত্তাই দিলো না বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভানডস্কি।  বুধবার রাতে প্রথম থেকেই আধিপত্য ধরে রেখে খেলেছে বার্সা। ২৫তম মিনিটে রাফিনহার গোলে লিড নেয় তারা।  বিরতির পর গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রাফিনহার অ্যাসিস্টে সাবেক ক্লাবের জালে বল জড়ান লেভানডস্কি। ৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল। ২০১৯ সালের পর এবার প্রথম সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এ নিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ। ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডস্কি বলেছেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এবং আমরাই জিতব। তবে সতর্ক করে কোচ ফ্লিক বলেন, কেউই জানে না কী হতে পারে, ফুটবল অদ্ভুত একটা খেলা। আজকের মতো খেলতে হবে আমাদের।
বিকেএসপিতে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল
প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে তামিম ইকবালের ঘটনার রেশ না কাটতে এবার বিকেএসপিতে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল।  আজ বুধবার বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করার সময় অস্বস্তি নিয়ে উঠে যান তিনি। এ নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পাল প্রথম আলোকে বলেছেন, ‘মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন। পরে আর মাঠে নামেননি। তাঁর পরিবর্তে রিজার্ভ আম্পায়ার এখন দায়িত্ব পালন করছে।’ আম্পায়ার্স কমিটিতে খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ বোধ করায় বিকেএসপির হাসপাতালে গিয়েছেন গাজী সোহেল। এরপর সেখানে তার প্রেশার ও পালস চেক করা হয়। প্রেশার ঠিক থাকলেও পালস একটু বেড়ে যাওয়াতেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এখন ভালো আছেন গাজী সোহেল। আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত আম্পায়ারিং করতে দেখা যায় গাজী সোহেলকে। এখন পর্যন্ত ৮ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের ওপেনার তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয় তামিমকে। এখন কিছুটা স্বভাবিক হয়ে বর্তমানে চেকআপের জন্য আছেন সিঙ্গাপুরে।
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার বাম পায়ের অ্যাকিলিস টেন্ডনে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। এই সমস্যার মূল কারণ হলো অ্যাকিলিস টেন্ডনের নিচে হাড়ে অতিরিক্ত গঠন বা বোন গ্রোথ। এটি তাসকিনের সমস্যা তৈরি করছে বিপিএলের সময় থেকেই। এমনকি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময়ও তিনি ব্যথা নিয়ে খেলেছেন। তখন যতটা ভাবা হয়েছিল, এখন সমস্যা তার চেয়ে অনেক বেশি। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাসকিনের এমআরআই করেছি। তবে সেটা মূলত তথ্য সংরক্ষণের জন্য। যদি বিদেশে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়, তাহলে এগুলো কাজে লাগবে। আমরা আগেই ওর চিকিৎসা শুরু করেছিলাম। সে বিপিএল থেকেই এই সমস্যা নিয়ে খেলছে, এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন বিশ্বাস করি এইভাবে আর খেলা চালিয়ে যাওয়া যাবে না। যদি চালায়, তাহলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরত রাখতে এবং সঠিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে।’ তবে চিকিৎসকরা এখনই অস্ত্রোপচারের পথে হাঁটছেন না। কারণ এতে ঝুঁকি বেশি এবং আগেও এমন সার্জারির পর কেউ সফলভাবে ক্রিকেটে ফিরেছেন, এমন নজির নেই। ডা. দেবাশীষ বলেন, ‘এখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করছি। সার্জারির কথা ভাবছি না। কারণ এটা বড় একটা প্রক্রিয়া। আমার ২৫-৩০ বছরের অভিজ্ঞতায় দেখিনি কেউ এই অপারেশনের পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এই ধরনের অপারেশন করার মতো সুবিধা বা অভিজ্ঞতা নেই। তাই আমরা এই নিয়ে তাড়াহুড়া করছি না। আপাতত আমরা ব্যথা কমানো ও পুনর্বাসন প্রক্রিয়ার দিকেই মনোযোগ দিচ্ছি।’
এমিরেটস স্টেডিয়ামে রূপকথার রাত উপহার দিল আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এমিরেটস স্টেডিয়ামে রূপকথার রাত উপহার দিল আর্সেনাল। ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা রেখেছে লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধে আক্রমণ শুরু করলেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস। ৫৮তম ও ৭০তম মিনিটে তাঁর জোড়া ফ্রি-কিকে বিধ্বস্ত হয় রিয়াল। দুটি শটেই পরাস্ত হন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৭৫তম মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন মিকেল মেরিনো। শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ক্যামাভিঙ্গা। ম্যাচের যোগ করা সময়ে হতাশায় ডুবে যায় মাদ্রিদের ক্লাবটি। ২০০৮-০৯ মৌসুমে সর্বশেষ সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুয়ে সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে নামবে তারা।
মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন
 মরক্কোর মারাকেশে অবস্থিত ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল হোটেল পেস্টানা সিআর৭ মারাকেশ-এ ছোট পরিসরের একটি আগুনের ঘটনা ঘটেছে। শনিবার হোটেলের একটি কক্ষে আগুন লাগে। তবে হোটেল কর্তৃপক্ষ এবং জরুরি সেবা সংস্থাগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডটি ছিল সামান্য এবং এতে কেউ আহত হয়নি। হোটেল থেকে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ঘটনার পর হোটেল স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং নিয়মিতভাবে অতিথিদের সেবা প্রদান করছে বলে জানায় পেস্টানা হোটেল গ্রুপ। ২০১৯ সালে চালু হওয়া পেস্টানা সিআর৭ মারাকেশ হোটেলটি মারাকেশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি আধুনিক ও বিলাসবহুল আবাসন সুবিধা। এটি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পেস্টানা হোটেল গ্রুপের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়। হোটেলটিতে রয়েছে প্রশস্ত রুম, ছাদে টেরেস, সুইমিং পুল, ফিটনেস সেন্টারসহ আধুনিক সব সুবিধা।  হোটেলটি জেমা-এল-ফনা স্কয়ার, কুতুবিয়া মসজিদ এবং ঐতিহাসিক মদিনার মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রের কাছাকাছি হওয়ায় এটি জনপ্রিয়। এখানে দেশি-বিদেশি ভ্রমণকারীর পাশাপাশি ব্যবসায়িক ভ্রমণকারীরাও নিয়মিত আসেন। 
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা। এদিকে তার ‘ডিসকভারি রাইটস’ নিয়েছে মেসি-সুয়ারেজের ক্লাব ইন্টার মিয়ামি। এতে করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বেলজিয়ামের ৩৩ বছর বয়সী এই তারকার। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় একই সময় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে। এ তালিকায় কোনো খেলোয়াড় থাকলে সংশ্লিষ্ট ক্লাব তার সঙ্গে আলোচনা শুরু করার একক অধিকার পায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি ব্রুইনা ঘোষণা দেন, চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ ফুরালে ম্যানসিটি ছাড়বেন। ২০১৫ সাল থেকে ক্লাবটির হয়ে খেলছেন তিনি এবং বর্তমানে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডি ব্রুইনা। মিয়ামি ডিসকভারি রাইটস ধারণ করায় সবার আগে ডি ব্রুইনার সঙ্গে আলোচনার একচেটিয়া অধিকার পাবে মিয়ামি। অন্য এমএলএস ক্লাবগুলো তার সঙ্গে আলোচনা করতে পারবে না। গেল গ্রীষ্মেই ডি ব্রুইনার এমএলএসে যোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। ওই সময় তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল সান দিয়েগো এফসি। তবে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর টাইলার হিপস ডি ব্রুইনার সম্ভাব্য আগমন নাকচ করে দেন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি ওর (ডি ব্রুইনা) সঙ্গে কথা বলেছি। তবে বলব-ওর মজুরি আমাদের বাজেটের সঙ্গে এখন মিলছে না।’
ক্রিকেটের বাইশ গজে কঠিন সময় পার করছে পাকিস্তান
ক্রিকেটের বাইশ গজে কঠিন সময় পার করছে পাকিস্তান। বিশেষ করে নিউজিল্যান্ড সফরটাকে পাকিস্তান নিশ্চয়ই ভুলেই যেতে চাইবে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশই হতে হয়েছে তাদের। এখানেই শেষ নয়, তৃতীয় ওয়ানডেতে ধীর গতিতে ওভার সম্পন্ন করায় পাকিস্তান দলকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।  শনিবার মাউন্ট মাউঙ্গানুইয়ে হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়। এই সিদ্ধান্ত দিয়েছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। সময়ের অতিরিক্ত সুযোগ হিসেবেও বিবেচনা করা হয়েছিল। তবুও মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করে ফেলে। আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত ওভার পূর্ণ না করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ কাটা হয়। রিজওয়ান অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। তাই আলাদা করে শুনানির দরকার হয়নি। এই অভিযোগ এনেছেন মাঠের দুই আম্পায়ার ক্রিস ব্রাউন এবং পল রেইফেল, সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস। উল্লেখযোগ্য যে, এই সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও ধীর ওভার রেটের জন্য পাকিস্তান দলকে জরিমানা করা হয়েছিল।