logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় অপরিহার্য
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা
নেপালকে বড় ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও জয় পায়নি সুমাইয়া আক্তারের দল। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবা মেয়েরা। মালয়েশিয়ার বাঙ্গিতে বুধবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ১৯ বলে ২১ রানের দ্রুত ইনিংস খেলেন আফিয়া আশিমা ইরা। স্কটল্যান্ডের হয়ে নাঈমা শেখ ও মাইসি মাসিয়ারা দুটি করে উইকেট নেন। ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড শুরুতে বিপাকে পড়লেও পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইরের জুটি দলকে লড়াইয়ে রাখে। তবে ৩২ বলে ২২ রান করে মুইর আউট হলে দল চাপে পড়ে। পিপা স্প্রৌল ৪১ বলে ৪৩ রান করলেও তার বিদায়ের পর স্কটিশ মেয়েরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১০৩ রানেই থামে তাদের ইনিংস, আর বাংলাদেশ ১৮ রানের জয় তুলে নেয়। বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন আনিসা আক্তার সোবা। তিনি ৪ উইকেট তুলে নেন। হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি পান একটি করে উইকেট। এই জয়ে বাংলাদেশের মেয়েরা সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। চার গ্রুপ থেকে সেরা তিনটি করে দল এই পর্বে খেলার সুযোগ পাবে। সুপার সিক্স থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ। বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য বুধবার ছিল দারুণ একটি দিন। স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করার পাশাপাশি সিনিয়র দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ওয়ানডে সিরিজের শুভসূচনা করেছে।
রোনালদোর জোড়া গোলে আল নাসরের দাপুটে জয়
চ্যাম্পিয়নস লিগে গোলবন্যা: বেনফিকা বনাম বার্সেলোনা ৯ গোলের লড়াই
লিটন-পেরেরার তাণ্ডবে ঢাকার স্কোর ১৯৬, সিলেটের সামনে কঠিন চ্যালেঞ্জ 
বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজ সফরে: প্রথম ওয়ানডেতে হারের হতাশা
মাদ্রিদ ডার্বি নাকি নতুন চমক? কোপা দেল রে ড্রতে চোখ
কোপা দেল রে'র কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে সোমবার। এই ড্র'র মাধ্যমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারিত হবে। রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে ডেপোর্তিভা মিনেরা এবং সেল্টা ভিগোকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার-ফাইনালের ম্যাচের আগে সমর্থকদের আগ্রহ এখন সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে। আটটি দলই লা লিগার শীর্ষ পর্যায়ের হওয়ায় এখানে একটি মাদ্রিদ ডার্বি কিংবা আরেকটি ক্লাসিকোর মতো উত্তেজনাপূর্ণ ম্যাচও হতে পারে। অন্যদিকে, ৩১ বারের কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা ইতোমধ্যে বারবাস্ত্রো এবং রিয়াল বেটিসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিয়েছে। শিরোপা সংগ্রহে আরও একটি নতুন পালক যোগ করার লক্ষ্যে বার্সা প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। সোমবার স্প্যানিশ সময় দুপুর ১টায় এবং ইটি সময় সকাল ৭টায় লাস রোজাসের সিউদাদ দেল ফুটবল থেকে এই ড্র অনুষ্ঠিত হবে। বাকি থাকা আটটি দলকে নিয়ে খোলা ড্র হবে, যেখানে প্রথমে যাদের নাম উঠবে তারা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। যেসব দল রয়েছে ড্রতে: বার্সেলোনা রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ গেটাফে লেগানেস ভ্যালেন্সিয়া রিয়াল সোসিয়েদাদ ওসাসুনা কোয়ার্টার-ফাইনালের ম্যাচগুলো এক ম্যাচের ভিত্তিতে আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই ড্র নিয়ে ফুটবল সমর্থকদের উত্তেজনা এখন তুঙ্গে। জাগতিক /এস আই  
আল-হিলাল ছাড়ছেন নেইমার, সান্তোসে ফেরার আলোচনা তুঙ্গে
নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে চমকপ্রদ প্রত্যাবর্তনের পথে রয়েছেন বলে জানা গেছে। সৌদি ক্লাব আল-হিলালের কোচের মতে, শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য নেইমারের আর নেই। এ কারণে ক্লাব থেকে তার বিদায় প্রায় নিশ্চিত। ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে ৭৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আল-হিলালে যোগ দেন নেইমার। তবে চোট ও ফিটনেস সমস্যার কারণে এখন পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি। নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে এক বছরের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার। চোট কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ফিরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সৌদি প্রো লিগের দ্বিতীয়ার্ধের জন্য নেইমারকে নিবন্ধিত না করার সিদ্ধান্ত নিয়েছে আল-হিলাল। এরই মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস তাকে লোনে নিতে প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। রোমানো তার এক্স অ্যাকাউন্টে লেখেন, “নেইমার জুনিয়র সান্তোসে ফিরে আসার খুব কাছাকাছি রয়েছেন। ব্রাজিলিয়ান ক্লাবটি আনুষ্ঠানিক লোন প্রস্তাব দিয়েছে। এখন আল-হিলালের সবুজ সংকেতের অপেক্ষা। সান্তোস, নেইমার দৌড়ে শিকাগো ফায়ারের চেয়ে অনেক এগিয়ে। এই মৌসুমের শেষেই নেইমারের ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার কথা রয়েছে। সান্তোসে ফিরে গেলে তিনি নিশ্চিতভাবেই বীরের সম্মান পাবেন। সান্তোসে খেলেই নেইমার বিশ্ব ফুটবলে তারকা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। সেখানে তিনি ১৭৭ ম্যাচে ১০৭টি গোল করেছিলেন। তবে শোনা যাচ্ছে, চলতি মাসেই নেইমার মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিতে পারেন। আল-হিলালের কোচ জর্জ জেসুস বলেছেন, “নেইমারকে নিয়ে আমি দল গড়েছিলাম। তবে চোটের কারণে সে ১৪-১৫ মাস মাঠের বাইরে। এখন তার ভবিষ্যৎ নির্ভর করছে ক্লাব এবং প্রশাসনের ওপর।  জানুয়ারির শেষ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা। আমি গুজবে কান দিতে চাই না। সৌদি প্রো লিগে মাত্র এক গোল করেছেন নেইমার। এই সময়ে তার ইনজুরি সত্ত্বেও তিনি ২০২৪ সালে ৮৪.৬ মিলিয়ন পাউন্ড আয় করেছেন বলে জানিয়েছে ফরাসি মাধ্যম ফুট মার্কেটো। নেইমার বলছেন, কোচ জেসুস খুবই সৎ। তিনি রোমারিও টিভিকে বলেন, “আপনি খারাপ খেললে তিনি সরাসরি সেটা বলে দেবেন। কোচ হিসেবে তিনি দুর্দান্ত। দলের কাজ ভালোভাবেই সামলান।” সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন কি আবারও তাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে? এখন সেটাই দেখার বিষয়। জাগতিক /এস আই  
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ, মোদী অনিশ্চিত
 ২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার অভিষেক অনুষ্ঠানে রাজনীতির পাশাপাশি প্রযুক্তি, ব্যবসা ও মিডিয়া জগতের উল্লেখযোগ্য ব্যক্তিদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতের পক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের বৈদেশিক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, "বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই সফরে ট্রাম্প প্রশাসনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়া অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রযুক্তি দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। মেটা প্ল্যাটফর্মসের সিইও মার্ক জাকারবার্গ, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান, এবং কয়েনবেসের সিইও ব্রায়ান আর্মস্ট্রং অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে যোগ দেবেন বলে জানা গেছে। গুগলের সিইও সুন্দর পিচাই ও সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন মার-আ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন, তবে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। উবারের সিইও দারা খোসরোশাহি এবং এলন মাস্কের সোশ্যাল মিডিয়া ফার্ম ‘এক্স’ ও মিডিয়া কোম্পানি ‘দ্য ফ্রি প্রেস’ যৌথভাবে একটি অভিষেক পার্টি আয়োজন করবে। প্রথম মেয়াদে প্রযুক্তি দুনিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়ালেও, সাম্প্রতিক সময়ে মেটা ও অ্যামাজনের মতো কোম্পানিগুলো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। মেটা এবং অ্যামাজন উভয়ই অভিষেক তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। মেটার সিইও জাকারবার্গ ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ট্রাম্পের সঙ্গে ডিনারে অংশ নেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের চীন সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। ট্রাম্প প্রশাসন চীন ও মার্কিন বাণিজ্য নিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি কিনা, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য মেলেনি। তবে বিশ্লেষকরা বলছেন, মোদীকে আমন্ত্রণ না জানানো কূটনৈতিক সম্পর্কের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, ভারতীয় কূটনৈতিক মহল আশাবাদী যে জয়শঙ্করের এই সফর ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান কেবলমাত্র তার প্রশাসনের সূচনা নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন কৌশলগত দিকও উন্মোচন করবে। বিশেষ করে, প্রযুক্তি ও কূটনৈতিক মহলের উপস্থিতি ভবিষ্যতের বৈশ্বিক সম্পর্ক পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে। জাগতিক /এস আই  
আর্জেন্টিনা-বাংলাদেশ ফুটবল সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ফুটবল সম্পর্ক কেবল আবেগপূর্ণ নয়, তা দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিও হতে পারে। এ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিসার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশি জনগণের আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন রয়েছে, তা আমাদের সম্পর্ক আরও গভীর করার ভিত্তি। এটি বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতার মতো ক্ষেত্রেও সম্প্রসারণ করা সম্ভব। তিনি আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে যৌথ বা পূর্ণ মালিকানায় বিনিয়োগের সুযোগ খুঁজতে বলেন এবং বিশেষভাবে জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণের প্রতি জোর দেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিসা বলেন, “বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সহযোগিতার অনেক অনাবিষ্কৃত ক্ষেত্র রয়েছে, যা উভয় দেশের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।" তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার পর বাংলাদেশকেও বুয়েনস আইরেসে দূতাবাস খোলার অনুরোধ জানান। রাষ্ট্রদূত জানান, আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা ও তুলা রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে বছরে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক পণ্য আমদানি করে। তিনি তুলা, ওষুধ, টেক্সটাইল, ফুটবল (নারী ফুটবলসহ), ক্ষুদ্রঋণ, বাণিজ্য প্রতিনিধিদল, এলএনজি ও ধানের রোগ সম্পর্কিত গবেষণায় যৌথভাবে কাজ করার ওপর জোর দেন। ফুটবল সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের ফুটবল সম্পর্ক শুধু আবেগের নয়, তা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার মাধ্যম হতে পারে।” তিনি বাংলাদেশে ফুটবল উন্নয়ন, বিশেষত নারী ফুটবলে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার (এসডিজি বিষয়ক) প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার এই সম্পর্ক কেবল আবেগ নয়, বাস্তবিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে পারে। জাগতিক /এস আই  
ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারালো পাকিস্তান
মুলতান টেস্টে পাকিস্তান স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে আড়াই দিনেই শেষ হয়ে গেল পাঁচ দিনের ম্যাচ। সাজিদ খান ও আবরার আহমেদের স্পিন জাদুতে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায়। এতে পাকিস্তান ১২৭ রানের সহজ জয় তুলে নেয় এবং সিরিজে ১-০ তে এগিয়ে যায়। জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের দুই স্পিনারের দাপটে দিশেহারা হয়ে পড়ে। সাজিদ খান ও আবরার আহমেদ দ্বিতীয় ইনিংসে মিলে শিকার করেন ৯ উইকেট। সাজিদ একাই নেন ৫ উইকেট, আর আবরারের শিকার ৪টি। ক্যারিবীয়দের ব্যাটিং লাইন পুরোপুরি ভেঙে পড়ে তাদের বোলিংয়ে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নিয়ে এগিয়ে গেল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত করবে বাবর আজমের দল। মাত্র ১৭৭.২ ওভারে শেষ হওয়া মুলতান টেস্ট পাকিস্তানের মাটিতে ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট। আড়াই দিনে শেষ হওয়া এই ম্যাচ টেস্ট ক্রিকেটের উত্তেজনার সঙ্গে সংক্ষিপ্ততার মিশেল ঘটিয়েছে। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান (প্রথম ইনিংস): ৩২৭ বাবর আজম: ১০৮, মোহাম্মদ রিজওয়ান: ৭৪ ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ২০০ ট্যাগনারাইন চন্দরপল: ৫৪, সাজিদ খান: ৪/৪৫ পাকিস্তান (দ্বিতীয় ইনিংস): ১২৪ শান মাসুদ: ৬৪ ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস): ১২৩ কাইল মেয়ার্স: ৩৫, সাজিদ খান: ৫/৩৪, আবরার আহমেদ: ৪/৩৬ পরবর্তী ম্যাচ: সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে। পাকিস্তান সিরিজ জয়ের জন্য মরিয়া, আর ওয়েস্ট ইন্ডিজ সমতায় ফিরতে চায়। জাগতিক /এস আই  
২০ বলে এলোমেলো চিটাগং কিংস, স্কোরবোর্ডে মাত্র ১২১ রান 
ফরচুন বরিশালের আমন্ত্রণে প্রথমে ব্যাটিংয়ে নেমে চিটাগং কিংস শুরুটা দারুণ করলেও ২০ বলের ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত থামে মাত্র ১২১ রানে। বরিশালের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি তাদের নিয়ন্ত্রণে এসেছে। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে চিটাগং তোলে ১৫ রান। উসমান খানের ব্যাটে জাহানদাদের ওভার থেকে আসে দুটি চার ও একটি ছক্কা। দ্বিতীয় ওভারেও তানভীরের স্পিন সামলে দুটি চারের মার দেন তিনি। উড়ন্ত শুরুতে চিটাগংয়ের সমর্থকরা যখন ম্যাচের রোমাঞ্চে ডুবে গিয়েছিলেন, তখন তৃতীয় ওভার থেকে শুরু হয় নাটকীয় পতন। তৃতীয় ওভারে রিপন মন্ডলের বলে উসমান খান আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর মাত্র ১৯ বলের ব্যবধানে সাজঘরে ফিরে যান গ্রাহাম ক্লার্ক, পারভেজ হোসেন ইমন, হায়দার আলী ও শামীম হোসেন পাটোয়ারী। পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে চিটাগং। তীব্র চাপের মুখে সপ্তম উইকেটে অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং আরাফাত সানীর ৩৭ বলে ৩১ রানের জুটি চিটাগংয়ের পুঁজিকে কিছুটা সম্মানজনক করার চেষ্টা করে। মিঠুন ৩৫ রান করেন, তবে তার ইনিংসে বাউন্ডারির অভাব চাপে ফেলে দেয় দলকে। তানভীরের বলে সীমানায় মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে তার ইনিংস শেষ হয়। শেষ পর্যন্ত আরাফাত সানীর ৩৪ বলে ২৭ রানের ইনিংসে চিটাগং স্কোরবোর্ডে তোলে ১২১ রান। ফরচুন বরিশালের পেসার রিপন মন্ডল এবং ফাহিম আশরাফ ছিলেন বল হাতে অসাধারণ। দুজনই নেন ৩টি করে উইকেট। স্পিনার তানভীর যোগ করেন আরও ২ উইকেট। চিটাগং কিংসের ব্যাটিং লাইনকে চূর্ণ করে ম্যাচটি একেবারে নিয়ন্ত্রণে আনে বরিশাল। সংক্ষিপ্ত স্কোর চিটাগং কিংস: ১২১/১০ (১৯.৫ ওভার) মোহাম্মদ মিঠুন: ৩৫ (৩৯), আরাফাত সানী: ২৭ (৩৪) রিপন মন্ডল: ৩/২৬, ফাহিম আশরাফ: ৩/২২, তানভীর: ২/২৪  বরিশালের সামনে এখন ১২২ রানের সহজ লক্ষ্য। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ম্যাচের বাকিটা চমক দেখানোর জন্য বাকি রেখেছে কি চিটাগং? সেটা জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। জাগতিক /এস আই  
দাবানলে ক্ষতিগ্রস্ত সাবেক টেনিস তারকা, চুরি হয়েছে মূল্যবান ট্রফি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। আগুনের তীব্রতায় অনেক বাসিন্দা ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। কেউ হারিয়েছেন ঘরবাড়ি, কেউ হারিয়েছেন প্রিয়জন। এমন কঠিন পরিস্থিতিতে চুরি ও লুটপাটের ঘটনাও বেড়ে গেছে। এ ধরনের এক দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন সাবেক টেনিস তারকা পাম শ্রাইভার। দাবানলের ভয়াবহতা বাড়লে ৬২ বছর বয়সী পাম শ্রাইভার নিজ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফিরে এসে তিনি দেখতে পান, তার ঘরের অনেক মূল্যবান জিনিস চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে তার টেনিস ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ১৭টি ট্রফি। এ চুরির ঘটনায় দারুণভাবে মুষড়ে পড়েছেন তিনি। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ১৯৭৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন পাম শ্রাইভার। সর্বকালের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। তিনি ২১টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। এছাড়া, ১৯৮৮ সালে অলিম্পিক স্বর্ণপদক জয়ও তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। পাম শ্রাইভার ১০ বার ট্যুর ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফেড কাপে যুক্তরাষ্ট্র দলের সদস্য হিসেবে ২০টি ম্যাচের মধ্যে ১৯টিতে জয়লাভ করেন। তার অনন্য সাফল্যের জন্য ২০০২ সালে ‘টেনিস হল অফ ফেম’ পুরস্কারে ভূষিত করা হয়। এই সব অর্জনের সাক্ষী হয়ে ছিল তার শোকেসে সাজানো ট্রফিগুলো। কিন্তু এখন তার অনেক স্মৃতিবিজড়িত এই ট্রফিগুলো আর নেই। লস অ্যাঞ্জেলসের দাবানলের কারণে শহরের বেশিরভাগ অংশ এখনো বিপর্যস্ত। এমন দুর্যোগময় সময়ে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন অনেকে। পাম শ্রাইভারের মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ও এর থেকে রক্ষা পাননি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দাবানলের পাশাপাশি চুরির ঘটনার তদন্ত চলছে। তবে শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। দাবানল ও চুরির মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। জাগতিক/ আ-র