আজ পবিত্র শবে মেরাজ

আজ ২৭ জানুয়ারি, পবিত্র শবে মেরাজ। এই রাতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন অথচ এই দিনে বিশেষ কোনো আমল নেই।
‘শবে মেরাজ’ শব্দটি ফার্সি ও আরবি দুই ভাষার সংমিশ্রণ। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত, আর আরবি শব্দ ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। এ রাতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর ইচ্ছায় ঊর্ধ্বাকাশে আরোহণ করেন এবং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য লাভ করেন।
ইসলামের ইতিহাস অনুসারে, এই মহিমান্বিত রাতে মহানবী (সা.) সাত আসমান অতিক্রম করেন এবং সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান প্রবর্তিত হয়।
বাংলাদেশসহ মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মানুষরা পবিত্র শবে মেরাজ পালন করেন। এ উপলক্ষে কুরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির, দোয়া এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনেকে ওয়াজ মাহফিল এবং ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে এই রাতের তাৎপর্য তুলে ধরেন যা সঠিক মাধ্যম নয়।
পবিত্র শবে মেরাজ মুসলিম ধর্মীয় বিশ্বাস ও ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। কিন্তু,,এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের প্রার্থনা করে থাকেন।" তা মোটেও হাদিসে উল্লেখযোগ্য নয়।
বরংচো প্রতি রাতে প্রতি সময় আল্লাহতালা তার বান্দার দোয়া ও ইবাদাত কবুল করে থাকে।
জাগতিক /এআর
মন্তব্য করুন