নবীজি আল্লাহর কাছে যেভাবে তাকওয়া ও সচ্ছলতা কামনা করতেন
পৃথিবী মানুষের কর্মের শস্যক্ষেত্র। এই জীবন মূলত পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বিভিন্ন সময় মানুষকে বিপদ-আপদ, অর্থনৈতিক সংকট ও নানা দুঃসময় দিয়ে পরীক্ষা করেন। এসব পরিস্থিতি বান্দার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার মাধ্যম। যারা আল্লাহর প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ করেন, তাদের জন্য আল্লাহ উত্তম প্রতিদান রেখেছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা, ধন-সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল-ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা বাকারা: ১৫৫)
মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে আলোর দিকে নিয়ে আসেন। কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে, ‘আল্লাহ মুমিনদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন।’ (সুরা বাকারা: ২৫৭)
এ প্রসঙ্গে নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবিদের একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন। একবার এক সাহাবি অভাবের কথা জানালে নবীজি তাকে একটি তাসবিহ পড়তে বলেন। তিনি বলেন, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ।’
অর্থ: মহাপবিত্র আল্লাহ এবং সব প্রশংসা তাঁর জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ, মহান। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
এই দোয়া প্রতিদিন ১০০ বার পড়ার পরামর্শ দেন তিনি। নবীজি জানান, এর বরকতে দুনিয়া মানুষের জন্য সহজ হয়ে আসবে।
হযরত আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) আল্লাহর কাছে সচ্ছলতার জন্য প্রার্থনা করতেন এই দোয়ায়:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى।
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, ওয়াত তুকা, ওয়াল আফাফা, ওয়াল গেনা।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে হেদায়াত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। (মুসলিম: ৬৬৫৬)
এ দোয়া আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য ও বরকত কামনার পথ দেখায়।
জাগতিক /আ-র
মন্তব্য করুন