logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যে ১৪ নারীকে বিয়ে করতে নিষেধ করেছে ইসলাম

জাগতিক প্রতিবেদক

  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:১২
ছবি: ইন্টারনেট

ইসলামে বিয়ে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ বিধান। তবে মুসলিম সমাজে সুস্থ, সুন্দর এবং ন্যায়ভিত্তিক সম্পর্ক বজায় রাখার জন্য কিছু নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী, কিছু সম্পর্কের নারীকে বিয়ে করা ইসলামে হারাম বা নিষিদ্ধ। এটি মুসলিম পরিবার ও সমাজের শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এমন ১৪ নারী সম্পর্কে আলোচনা করা হলো, যাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে।

রক্ত সম্পর্কের কারণে নিষিদ্ধ নারী:

১. মা
২. দাদী ও নানী (উর্ধ্বতন যেকোনো মহিলা পূর্বপুরুষ)।
৩. কন্যা
৪. নাতনী ও দৌহিত্রী (নিচের যেকোনো মহিলা উত্তরপুরুষ)।
৫. বোন
৬. ফুফু (পিতার বোন)।
৭. খালা (মাতার বোন)।
৮. ভাইয়ের মেয়ে
৯. বোনের মেয়ে

দুধ সম্পর্কের কারণে নিষিদ্ধ নারী:

১০. দুধ মা
১১. দুধ বোন
(যারা একই মায়ের দুধ পান করেছে তাদের মধ্যে বিয়ে হারাম)।

বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ নারী:

১২. স্ত্রীর মা (শাশুড়ি)
১৩. স্ত্রীর কন্যা (সৎকন্যা) (শর্ত হলো, যদি সেই সৎকন্যা স্ত্রীর গর্ভে জন্ম নিয়ে থাকে এবং স্ত্রীকে সহবাস করা হয়ে থাকে)।
১৪. পুত্রবধূ (নিজের ছেলের স্ত্রী)।

বিস্তারিত বিধান:

ইসলামে এসব নিষেধাজ্ঞা মূলত পারিবারিক অশান্তি ও অস্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক এড়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আন-নিসার ২২-২৩ আয়াতে এই নিষিদ্ধ সম্পর্কগুলোর কথা স্পষ্ট করেছেন।

ইসলামের এই বিধান মেনে চলার মাধ্যমে সমাজে শৃঙ্খলা, শান্তি এবং পবিত্র সম্পর্কের গুরুত্ব অটুট রাখা সম্ভব।

জাগতিক/ জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়