২০২৬ সালের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
বাংলাদেশে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই সম্ভাবনার কথা জানান।
‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনটি হাউস অব লর্ডসের প্রবীণ সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ভয়েস ফর বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এম সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংস্কারের কাজ চলছে। এসব কাজ শেষ হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
সম্মেলনে আলোচকরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, “বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে। এর ফলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।”
লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ এই সম্মেলনে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আহ্বান জানান।
লর্ড হোসাইন জানান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবে।
এই সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মাইকেল পোলাক, আইনজীবী নাজির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশি পেশাজীবীরা অংশ নেন।
সম্মেলনে বক্তারা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। এম সাখাওয়াত হোসেনের ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন আয়োজনের ইঙ্গিত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
জাগতিক নিউজ/রাজ
মন্তব্য করুন