logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে

অনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০
ছবি: সংগৃহীত

ইজিবাইক চালক হত্যা ও মরদেহ গুমের ঘটনায় গ্রেফতার সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন কে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে, পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ৩০ জানুয়ারি, আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করে তাকে তিন দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছিল। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে পুলিশ তার কারাগারে আটক রাখার আবেদন জানায়, এবং বিচারক আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনা সম্পর্কে জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এক ইজিবাইক চালককে হত্যা করে, তার মরদেহ গুম করেন।

পরে, ১ ডিসেম্বর, পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, বিচারক মো. আশরাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ মামলার প্রেক্ষাপটে, নুরুল ইসলাম সুজনের গ্রেফতার ও আদালতে হাজিরি রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও আলোচনার জন্ম দিয়েছে। তার গ্রেফতারি এবং পরে রিমান্ডে থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও কর্মীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে তার বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।

সাবেক মন্ত্রীকে গ্রেফতার ও তার বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় বিষয়টির গুরুত্ব এখন ব্যাপকভাবে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জুনায়েদ আহমেদ পলকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে
সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর
তিনদিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
12