logo
  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ইসলামী আন্দোলনের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত নেতার

জাগতিক ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫২
ছবি : এ আই

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে মানবজীবনের সব সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন।

শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। দারস এবং বিষয়ভিত্তিক আলোচনা করেন ড. মাওলানা অধ্যাপক আ. সামাদ ও জিয়াউল হাসান। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিরাজুল হক, ডা. শফিউর রহমান, আব্দুল আউয়াল আজম প্রমুখ।

মতিউর রহমান আকন্দ বলেন, “ইসলামের মূল শিক্ষা মানবজীবনের সব ক্ষেত্রে প্রাসঙ্গিক। দ্বীন প্রতিষ্ঠার জন্য মুমিনদের সংগ্রামে সম্পৃক্ত থাকা ফরজ। মানুষের সমস্যাগুলোর সমাধান ইসলামে রয়েছে এবং এ কারণেই আল্লাহর জমিনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জীবন একধরনের যুদ্ধ। ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আল্লাহর নির্দেশ অনুযায়ী জানমালের মাধ্যমে সংগ্রাম করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করা যাবে।”

এছাড়া তিনি কর্মীদের ন্যায়বিচার ও মানবতার কল্যাণে অবিরাম প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের প্রচেষ্টা দ্বীন প্রতিষ্ঠার পথ সহজ করবে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় আল ফালাহ মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া এবং আইটি বিভাগ এক শিক্ষা কর্মশালার আয়োজন করে। এতে সাংবাদিক, কলামিস্ট ও আইটি বিশেষজ্ঞরা অংশ নেন এবং বিষয়ভিত্তিক আলোচনা করেন। কর্মশালায় প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

এই ধরনের আয়োজনের মাধ্যমে ইসলামী আদর্শ এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয় বলে আয়োজকরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়