logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জাতীয় পার্টি চেয়ারম্যান: সরকার কি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে?

জাগতিক ডেস্ক

  ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৬
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই এবং তা কে নিয়ন্ত্রণ করছে, সেটাও অনিশ্চিত। এ অবস্থায় দেশকে সংকটমুক্ত করতে একটি শক্তিশালী সরকার প্রয়োজন, যা সবার কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে।

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টিকে বিভিন্নভাবে রাজনৈতিক হয়রানির শিকার করা হচ্ছে। দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া, গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে এবং তাদের নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা চলছে। এভাবে বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় দলীয় নেতারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়