আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতে পারবে না: প্রেস সচিব
আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরা সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত আওয়ামী লীগের সদস্য ও তাদের সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো দেখিয়েছে, জুলাই-আগস্টে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর কীভাবে আক্রমণ চালানো হয়েছে। বিশেষ করে যাত্রাবাড়ী হত্যাকাণ্ড ও হৃদয় হত্যার ওপর নির্মিত তথ্যচিত্র দেখার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
তিনি জানান, আরও তথ্যচিত্র তৈরি হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে সংঘটিত অপরাধের চিত্র তুলে ধরছেন।
আওয়ামী লীগের সমর্থকদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা অতীতের কিছু বিষয়, যেমন ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর হত্যাকাণ্ড এবং একদলীয় শাসনের স্মৃতি ভুলিয়ে দিতে চাইলেও বর্তমান প্রজন্ম এ বিষয়ে সজাগ রয়েছে।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি জানান, তারা মূলত দেশের প্রতিষ্ঠানের সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। অপরাধ স্বীকার না করে কোনো সমঝোতা সম্ভব নয় বলেও তাদের মনোভাব স্পষ্ট হয়েছে।
মন্তব্য করুন