logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৭:১২
বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার সম্ভব নয়। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ বেছে নিলে জনগণের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার বিষয় ছিল, বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহিঃবিশ্বে বিএনপির ভূমিকা।

আমির খসরু বলেন, আওয়ামী লীগ জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছিল। জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলন সফল হয়েছে, এতে বিভক্তি কাম্য নয়। দেশবাসীর পাশাপাশি প্রবাসীরাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিট্যান্স পাঠিয়ে এবং তা বন্ধ করে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারা অবদান রেখেছেন।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভূমিকা উল্লেখ করে আমির খসরু বলেন, বিএনপি প্রবাসীদের দাবি ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়