বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন
রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রূপায়ন ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই ছাত্রীসহ আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকার ডেমরায় আগের দিন সংঘটিত একটি হামলার বিচার চাইতে শিক্ষার্থীদের একটি দল কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘সমন্বয়কদের গুনি না।’ এই মন্তব্যকে কেন্দ্র করেই বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।
আহতদের অভিযোগ, কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে সংঘর্ষ হয়। অবস্থান কর্মসূচিতে থাকা এক শিক্ষার্থীকে টেনে কার্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয়। ঘটনার সময় কার্যালয়ের শাটার বন্ধ করে কয়েকজনকে পেটানো হয় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “এ ধরনের ঘটনা উদ্বেগজনক। পুরো বিষয়টি তদন্ত করা হবে।” সাংবাদিকদের অভিযোগ, সংঘর্ষের সময় তাঁদের ভিডিও করতে বাধা দেওয়া হয় এবং মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্যালয়ে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাঁরা নির্বাহী সদস্যদের ওপর আক্রমণ চালান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, সংঘর্ষে জড়িতদের মধ্যে কেউ কেউ সংগঠনের নিয়মিত সদস্য নন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ঘিরে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মন্তব্য করুন