logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নিয়ে পুতুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিতে ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা, তা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তথ্য যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুল ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করেছেন এবং যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। পরে তিনি বাংলাদেশের অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন এবং ডব্লিউএইচও-র মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হন।

২০২৩ সালের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচও দপ্তরে অবস্থান করছেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে এই পদে নিয়োগ পাইয়ে দিতে ক্ষমতার অপব্যবহার করেছেন। এ বিষয়ে প্রাথমিক তথ্য যাচাই শেষে দুদক অনুসন্ধান শুরু করেছে।

এ ছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতা হারানোর পর থেকে শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা দুর্নীতি দমন কমিশন দায়ের করেছে পূর্বাচলে তার নামে প্লট বরাদ্দে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়