logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ নেতাদের দোষী করা হলেও জনতার চোখে তারা বীর: নাছিম

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:১২
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম দাবি করেছেন, আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আদালতে তাদের দোষী সাব্যস্ত করা হলেও জনগণের কাছে তাদের সাহসিকতা এবং ত্যাগ এক অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।

বিবৃতিতে নাছিম অভিযোগ করেন, ইউনূস সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে। তিনি বলেন,

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নজিরবিহীন অত্যাচার, দমন-পীড়ন ও বেআইনি গ্রেফতার চলছে। শেখ হাসিনাসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।”

শেখ হাসিনার মুক্তি দাবি

নাছিম বলেন,

শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দির মুক্তির দাবি জানাই। এই অত্যাচার ও হয়রানির তীব্র নিন্দা জানাই।

আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগ ও তিতিক্ষা আগামীর বাংলাদেশ বিনির্মাণে পাথেয় হয়ে থাকবে। দল তাদের এই অবদান আজীবন স্মরণে রাখবে।

বিবৃতিটি দলীয় ই-মেইল থেকে পাঠানো হলেও তাতে কারও স্বাক্ষর ছিল না। উল্লেখ্য, ৫ আগস্টের পর এটি আওয়ামী লীগের পাঠানো প্রথম ই-মেইল বিবৃতি।

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ উঠে। দলটির নেতাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আলজাজিরার প্রতিবেদনে শেখ হাসিনার দুর্নীতি ফাঁস, লুকানোর চেষ্টা ব্যর্থ
নমরুদের মতো ক্ষমতায় থেকে হাসিনা নিজেকে আইন-আদালতের ঊর্ধ্বে ভাবেন
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনকে গ্রেপ্তার দেখালেন আদালত
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা