logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

জাগতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৫
ছবি: ইন্টারনেট

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে বিচারিক আদালত হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে।

রায়ে আদালত বলেন, " মামলা প্রতিহিংসার বশবর্তী হয়ে করা হয়েছিল।"

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মামলার আপিল শুনানি শেষ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আপিল বিভাগের সর্বোচ্চ আদালত খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে এবং সব আসামিকে খালাস দেয়।

উল্লেখ্য, ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সাজা হয় তারেক রহমানসহ অন্য আসামিদের। অভিযোগ ছিল, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বিএনপির আইনজীবীরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, "জিয়া পরিবারকে হেনস্তা করার উদ্দেশ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার মামলা করেছিল। এটি ছিল বিচারের নামে প্রহসন।"

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের দাবি ছিল, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক নয়। মামলায় দুর্নীতি, অনিয়ম বা বিশ্বাসভঙ্গের কোনো প্রমাণ মেলেনি।

রায়ের মাধ্যমে মামলাটি শেষ হলো। তবে, রাজনৈতিক অঙ্গনে এই মামলা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা বিতর্কের অবসান হলো কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত সম্ভব নয়
লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি
ফ্যাসিবাদের দোসরদের দোসররাও প্রিয়জন হতে পারে না: মারুফ কামাল খান
খালেদা জিয়ার আপিলের শেষদিনের শুনানি চলছে