শিবিরের উপস্থিতিতে জাবি সাংবাদিক সমিতির অনুষ্ঠানে অংশ নেয়নি ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ইসলামী ছাত্রশিবির নেতাদের উপস্থিতির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জুজা) আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকে।
গতকাল শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাবি উপাচার্যসহ বিভিন্ন সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, শিবিরের জাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতি জানতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা ওই অনুষ্ঠান বর্জন করেন।
এ বিষয়ে জাবি ছাত্রদল শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর সাংবাদিকদের বলেন, “১৯৮৯ সালে শিবিরের সদস্যরা ছাত্রদলের নেতা হাবিবুর রহমান কবির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এই ঘটনার পর জুজাসহ ২২টি ছাত্রসংগঠন যৌথভাবে শিবিরকে ক্যাম্পাসে অগ্রহণযোগ্য ঘোষণা করে। যতদিন এই ইস্যু অমীমাংসিত থাকবে, ততদিন শিবির নেতাদের সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ নেই। তবে, আমরা জুজার নতুন নেতৃত্বকে আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছি।”
উল্লেখ্য, ৩৫ বছর পর গত বছরের ৩০ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আবারও সক্রিয় হয়।
এ বিষয়ে জুজার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ছাত্রদলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে, তারা অনুষ্ঠানে আসেনি এবং বর্জনের সিদ্ধান্ত সম্পর্কে আমাদের কিছু জানায়নি।”
১৯৮৯ সালের শিবির নিষিদ্ধের বিষয়ে তিনি আরও বলেন, “আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা নথি নেই, যা দেখায় যে জুজা শিবিরকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছিল। যদি এমন নথি পাওয়া যায়, তবে আমরা বিষয়টি কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করে আমাদের অবস্থান জানাবো।”
জাগতিক/বি
মন্তব্য করুন