logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন

অনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬
ছবি: সংগৃহীত

চার বছর অচল থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আবারও সচল হতে যাচ্ছে। আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যারা সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং রোডম্যাপ তৈরিতে কাজ করছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এক সংবাদ সম্মেলনে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, "ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। এটি শিক্ষার্থীদের মতামত জানার প্রক্রিয়া সহজ করবে।


ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে, দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর। তবে, সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালের মার্চ থেকে ডাকসু অচল হয়ে পড়ে। করোনা মহামারি এবং প্রশাসনিক উদ্যোগের অভাবের কারণে পরবর্তী চার বছর আর নির্বাচন আয়োজন করা হয়নি।

গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচন ফের চালুর দাবি জানায়। এ নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালিত হয়। সর্বশেষ ৪ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বৈঠক করেন। সেখানে জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসু নির্বাচন আয়োজনের প্রস্তাব দেয়া হয়।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষজ্ঞ কমিটি ইতোমধ্যে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ শুরু করেছে। ১০ ডিসেম্বর ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবে কমিটি। নির্বাচন প্রক্রিয়াকে সফল করতে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, "ডাকসুর গঠনতন্ত্র নিয়ে কিছু আপত্তি এসেছে। শিক্ষার্থীরা স্লোগান ও পোস্টার নিয়ে মতামত দিয়েছে। এছাড়া, ডাকসুর সভাপতির পদে ভিসির থাকা-না থাকা নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্র সংগঠনগুলো। তবে, সব বাধা পেরিয়ে জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে।


ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রশাসনের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করে। প্রক্টর বলেন, "ডাকসু শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্বের সুযোগ দেয়। শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারে।"

২০২৫ সালের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে ঢাবি ক্যাম্পাসে আবারও ছাত্ররাজনীতির প্রাণ ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন শিক্ষার্থী ও প্রশাসন।

জাগতিক /জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়