logo
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘শ্রমিক নেতা থেকে সন্ত্রাসীদের নেতা হয়েছিলেন শাজাহান খান’

নিজেস্ব প্রতিবেদক

  ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৫


জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, জাসদের গণবাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন শাজাহান খান। শ্রমিক নেতা থেকে সন্ত্রাসীদের নেতাও হয়েছিলেন। তার এমন কর্মকাণ্ড দেশবাসীর কাছে নতুন কিছু নয়।


শুক্রবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, শাজাহান খান তার পাপের ফল ভোগ করছেন। তার ছেলে আসিব খানও জেলে। বুঝতে হবে মানুষ তাদের গ্রহণ করে নাই। শাজাহান খানের মতো মাদারীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী পালিয়ে নেই।


আব্দুল মোনায়েম মুন্না বলেন, রাষ্ট্রীয় পদ পরিবর্তনের কারনেই বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশ ছাড়তে হয়নি। এর আগে বিএনপি ক্ষমতা থেকে যখন বিদায় নিল, তখনও দেশ থেকে আমাদের দলের কাউকেই পলাতে হয়নি। দেশে ছিলাম ও নিজেদের এলাকায় ছিলাম। আমাদের বিরুদ্ধে শেখ হাসিনার শাসন আমলে অনেক মামলা হয়েছে, গ্রেফতার হয়েছি আমরা অনেকেই, আবার জামিনেও বের হয়েছি। রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সুতরাং ভালো কাজ করলে কোনো সমস্যা নেই।


সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল আহসানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12