প্রবাসীদের প্রতি জামায়াত আমীরের বিশেষ আবেদন
ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, "যদি একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের কোনো অপরাধ প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের গণঅভ্যুত্থানে নিহতদের 'জাতীয় বীর' হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। "এই আন্দোলনে দেশের সব শ্রেণীর মানুষ অংশ নিয়েছিল, এমনকি দেশের বাইরে থেকেও যারা সম্ভব ছিল, তারা আমাদের সঙ্গে সংগ্রাম করেছেন," মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান জামায়াতের দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার বিষয়টিও তুলে ধরেন। "আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য কার্যালয় খুলতে দেওয়া হয়নি, সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে পৌঁছাতে পারিনি," তিনি বলেন।
এছাড়া, প্রবাসীদের প্রতি তার একটি বিশেষ আবেদন ছিল। তিনি বলেন, "প্রবাসীরা শুধু আর্থিক রেমিটেন্সই নয়, বুদ্ধিবৃত্তিক রেমিটেন্সও পাঠাতে পারেন। এতে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহায্য হবে এবং তারা স্বপ্নের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।"
অবশেষে, বাংলাদেশে সরকারের দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, "দেশে উন্নয়নের প্রকল্পগুলো যতটা সম্ভব ছিল, তা হয়নি। খরচ বেড়েছে, প্রকল্পের সময় বাড়ানো হয়েছে, যা দেশের সম্পদ লুটে নেওয়ার পথ খুলে দিয়েছে।"
মন্তব্য করুন