logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আরাকান আর্মি কর্তৃক দুটি ট্রলারসহ ছয়জনকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উৎকণ্ঠা বৃদ্ধি

জাগতিক প্রতিবেদক

  ১৪ নভেম্বর ২০২৪, ১৫:১১
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পুনরায় দুটি ট্রলারসহ ছয়জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের নাফ নদী ও সেন্টমার্টিন নৌরুটের মোহনা থেকে গত মঙ্গলবার টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী ট্রলার দুটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এই ট্রলারগুলোতে রড-সিমেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল ছিল। টেকনাফ-সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রশিদ জানান, আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ট্রলার দুটি হলো তাঁর মালিকানাধীন 'এসবি রাসেল' এবং আবদুর রবের মালিকানাধীন 'এসবি ফারুক'। তিনি বলেন, "মঙ্গলবার সকালে ট্রলার দুটি রড-সিমেন্টসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন যাওয়ার সময় নাফ নদীর মোহনায় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ট্রলারের স্টাফরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে এ বিষয়ে অবহিত করা হয়েছে।"

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, "মালামাল ভর্তি দুটি ট্রলারসহ ছয়জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে এবং কারা এর পেছনে রয়েছে, তা জানতে খোঁজখবর নিচ্ছি।"

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, "এ ধরনের ঘটনার বিষয়ে কেউ আমাদের অবহিত করেননি। তবে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছি।"

এ ধরনের ঘটনা টেকনাফ ও সেন্টমার্টিন এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়