রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর

রানা প্লাজা ধসের ১২ বছর আজ জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই বিভীষিকাময় দিনটিকে, যে দিনটি বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে প্রাণ হারান ১,১৩৪ জন পোশাক শ্রমিক। আহত হন আরও সহস্রাধিক মানুষ।
এই উপলক্ষে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত হয় এক শান্তিপূর্ণ মানববন্ধন। বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার কর্মী, নিহত ও আহত শ্রমিকদের পরিবার এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "১২ বছর কেটে গেলেও আজও অনেক পরিবার ন্যায়বিচার পায়নি। আহত অনেক শ্রমিক এখনও চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে দুর্বিষহ জীবন যাপন করছেন।" তারা আরও বলেন, "এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কখনও না ঘটে, সে জন্য ভবন নিরাপত্তা, শ্রমিক অধিকার ও কর্মস্থলের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
উল্লেখ্য, রানা প্লাজার এই মর্মান্তিক দুর্ঘটনার পর আন্তর্জাতিক পরিসরে শ্রমিক অধিকার ও পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা ও উদ্যোগ দেখা যায়। তবে বাস্তব চিত্র এখনও অনেকখানি অসন্তোষজনক—এমনটাই মত বিশ্লেষকদের।
মন্তব্য করুন