আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)

ছবি: সংগৃহীত
নির্বাচনী আচরণবিধি যাচাইয়ে আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি বিকাল ৩টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে আচরণবিধি সংশোধনে একটি খসড়া চূড়ান্ত করেছে সংস্থাটি।
আজ বুধবার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলামের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টায় ‘সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ বৈঠকে বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মন্তব্য করুন