বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর

বিভিন্ন করহারের জন্য বিপাকে করদাতারা এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামীতে করহারে বৈষম্য থাকবে না। বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগুচ্ছে এনবিআর, এ লক্ষ্যে আমাদের কাজ চলমান।
অটোমেশনের বাধা দূর করার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, শীঘ্রই অটোমেশনে যাচ্ছে এনবিআর।
রবিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানসহ প্রমুখ।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর আদায় কম, এটাকে বাড়াতে হবে। আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাঙ্খিত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।
তিনি আরও বলেন, অনেকে অভিযোগ দিচ্ছেন অটোমেশনের মূল বাধা এনবিআর থেকে, এটার সাথে আমি একমত। কিন্তু আগামীতে এ রাস্তা দূর করতে সর্বোত্তম কাজ করছি, সামনে এ বাধার কোনো সুযোগ থাকবে না।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামীতে আমাদের মূল রাজস্ব আসবে আয়কর ও ভ্যাট থেকে, শুল্ক থেকে না। শিল্প খাতের উন্নয়নে অনেকেই কর অবকাশ চান তাদের জন্য বলছি, কর অবকাশ নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা কর অবকাশ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।
বৈষম্যহীন কর হবে এমনটা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সবক্ষেত্রেই করহার সমান করার লক্ষ্যে কাজ করছি। আগামীতে এটা আমরা করব। আগামীতে করহারে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকেই আমরা এগুচ্ছি।
মন্তব্য করুন