আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে বাওড়া ব্রিজ এলাকায় ইশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ (রাজশাহী এক্সপ্রেস) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এছাড়া একই লাইনে ফাটলও সৃষ্টি হয়েছে। তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। রাতেই উদ্ধারকারী দল ঘটনাস্থাল থেকে ট্রেনের বগিগুলো উদ্ধার করে বিকল্প লাইনে গন্তব্যে নিয়ে গেছে। তবে আজ শনিবার সকাল ৮টাতেও লাইনচ্যুত ইঞ্জিন সরাতে পারেনি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আর প্যাসেঞ্জার ট্রেনটি আব্দুলপুর স্টেশনের আগে বাওড়া ব্রিজের কাছে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে রাতেই লাইনচ্যুত ট্রেনের বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে গন্তব্যে নিয়ে যায়। তবে আজ সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে।
উদ্ধারকারী দল আজ শনিবার সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে। আব্দুলপুর জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, লাইনটি ডাবল হওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ইঞ্জিনের চাকা মেরামত করে উদ্ধার কার্যক্রম শেষ করবে বলে জানান তিনি।
মন্তব্য করুন