logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক নেতার উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

অনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৫, ১২:১৬
ছবি: সংগৃহীত

সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক নেতার উপর নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা হামলা চালিয়েছেন। ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।

শুক্রবার রাত ১১টার দিকে নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাতে মাছিমপুর এলাকায় ছাত্রলীগ নেতা দীপুর লোকজনের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, গার্ডেন টাওয়ারের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজের কর্মীদের সাথে ছাত্রলীগ নেতা দীপুর অনুসারীদের হাতাহাতি হয়। খবর পেয়ে আজিজুল হোসেন আজিজ ঘটনাস্থলে গেলে দীপুর নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজ গুরুতর আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজিজের উপর হামলার খবর পেয়ে নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাছিমপুর এলাকায় জড়ো হন। তারা দীপুকে খুঁজতে মাছিমপুর এলাকায় যান। এসময় দীপুর লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ জানিয়েছে, ছাত্রলীগ নেতা দীপুর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে আগে থেকেই পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে তীর জুয়া খেলা ও মাদক কেনাবেচায় শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা গ্রেফতার
সার্টিফিকেট নিতে গিয়ে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেত্রী বৈশাখী 
আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশ জামালপুরে গ্রেপ্তার
বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে রাজনীতি নিষিদ্ধ
12