দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু

সংগ্রহীত
ঈদুল ফিতরে অনেকটা বড় ছুটি পেয়েছেন দেশের পোশাক শ্রমিকরাও। ছুটি শেষে দেশের তৈরি পোশাক খাতের কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা ঈদের ছুটি শেষে চালু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিজিএমইএ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
বিজিএমইএ'র তথ্য অনুযায়ী, সংগঠনভুক্ত দুই হাজার ১০৪টি সক্রিয় কারখানার মধ্যে দুই হাজার ৯২টি কারখানা চালু রয়েছে। ঈদের ছুটিতে রয়েছে মাত্র ১২টি।
বিজিএমইএ’র তথ্য মতে, সবচেয়ে বেশি খোলা রয়েছে ডিএমপি এলাকায় (৯৯.৬৯%), এরপর নারায়ণগঞ্জ (৯৮.৯৪%), চট্টগ্রাম ও গাজীপুর-ময়মনসিংহ (৮৮.৮%) এবং সাভার-আশুলিয়া (৮৮%)।
মন্তব্য করুন