বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। ব্যবসা-বিনিয়োগে দেশের ভবিষ্যৎ সম্ভাবনার দরজা খুলে দিতে আয়োজিত এই সম্মেলনে বুধবার (৯ এপ্রিল) যুক্ত হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা)-এর আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনের তৃতীয় দিনটি ছিল একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগে ভরপুর। আজকের দিনে সবচেয়ে নজরকাড়া অংশ ছিল স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর পরীক্ষামূলক চালু। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ড. ইউনূস নিজেই।
এদিন অনুষ্ঠিত হয় ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলা, যেখানে ড. ইউনূস আলাপ করেন বেশ কিছু ‘আর্লি স্টেজ’ স্টার্টআপের উদ্যোক্তাদের সঙ্গে। তাদের উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এই শান্তিতে নোবেলজয়ী।
সম্মেলনের দ্বিতীয় ধাপে আলোচনায় উঠে আসে রিনিউয়েবল এনার্জি খাত। জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, বেশ কয়েকটি দেশি-বিদেশি কোম্পানির সঙ্গে সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
এরইমধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল বাংলাদেশের প্রযুক্তি, অবকাঠামো, শক্তি ও কৃষি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলন দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য বড় এক মাইলফলক হতে চলেছে। স্থানীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের অংশগ্রহণ যেমন আশাব্যঞ্জক, তেমনি উদ্ভাবনী উদ্যোগগুলোর সমর্থন পাওয়াও দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্ত ভিত দেবে।
উন্নয়ন, উদ্ভাবন আর সম্ভাবনার হাতছানি—বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে গড়ে উঠছে নতুন অর্থনৈতিক দিগন্ত।
মন্তব্য করুন