logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধিমালায় বড় পরিবর্তন, নতুন বিধিমালা চূড়ান্ত হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫০
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণ বিধিমালায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে মিছিলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জনসভা করার জন্য পুলিশের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা, অনলাইনে প্রচারের জন্য আইনি কাঠামো সংযোজন এবং মাইকে প্রচারের সময় সীমিত করা। নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, এবং এটি কমিশনের অনুমোদন পেলেই চূড়ান্ত হবে।

মিছিলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ইসি
আগে যে সকল মিছিলের ওপর নিষেধাজ্ঞা ছিল, তা এখন আর বিধিমালায় উল্লেখ করা হয়নি। তবে, জনসভা ও পথসভা করার ক্ষেত্রে কোনো যন্ত্রচালিত যানবাহন বা মশাল ব্যবহার করা যাবে না, এবং সেগুলোর জন্য ৭২ ঘণ্টা আগে পুলিশের অনুমতি নিতে হবে।

অনলাইনে প্রচারের জন্য আইনি কাঠামো
প্রথমবারের মতো কমিশন অনলাইনে প্রচারের জন্য একটি আইনি কাঠামো তৈরি করছে। এখন থেকে প্রার্থী ও তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত ভিডিও কনটেন্ট, বিজ্ঞাপন বা অন্যান্য প্রচার চালাতে পারবেন, তবে সেগুলোর খরচের হিসাব প্রতি ৭ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

মাইকের শব্দ নিয়ন্ত্রণে ইসির উদ্যোগ
মাইক ব্যবহার করে প্রচারে শব্দদূষণ কমাতে এবার নতুন সময়সীমা নির্ধারণ করছে ইসি। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইক ব্যবহার করার অনুমতি থাকবে, যা আগে রাত ৮টা পর্যন্ত ছিল। মাইক ব্যবহার করলে শব্দ ৬০ ডেসিবেল পর্যন্ত রাখতে হবে।

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ
নির্বাচনী প্রচারের জন্য পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে। লিফলেট, হ্যান্ডবিল বা ব্যানারে পলিথিন ব্যবহার করা যাবে না, যা আগে ছিল না। নতুন বিধিমালায় এই বিষয়ে একটি স্পষ্ট নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে।

এছাড়া, বিধিমালায় আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে যা নির্বাচন প্রক্রিয়াকে আরো উন্নত ও পরিবেশবান্ধব করবে। এটি নিশ্চিত করবে যে, নির্বাচনী আচরণ সুষ্ঠু, স্বচ্ছ এবং আইনসম্মত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত, রুল জারি
বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
ডিসেম্বরে জাতীয় নির্বাচন মিস করতে চায় না ইসি
এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার সিদ্ধান্ত
12