বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের আঞ্চলিক জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
সম্মেলনের প্রথম দিনে ‘ইয়ুথ কনফারেন্স’-এ অংশ নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব ও উদ্ভাবনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন ড. ইউনূস। এর মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
পরদিন মূল সম্মেলনে বক্তৃতা প্রদান করবেন তিনি, যেখানে আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।
সম্মেলনের পাশাপাশি, অধ্যাপক ইউনূসের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে। এই বৈঠকগুলোতে বাংলাদেশের বাণিজ্য, অভিবাসন, প্রযুক্তি স্থানান্তর ও শিক্ষাখাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ প্রতিনিধি হিসেবে ড. ইউনূসের এই সফর আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দেবে।
মন্তব্য করুন